Connect with us
ফুটবল

নিজের দেশে এমন ঘটনা মানতে পারলেন না নেইমার, করলেন প্রতিবাদ

crifo neymar
নিজের বিজ্ঞাপনী প্রতিষ্ঠানগুলোর সাথে নেইমারের সই। ছবি- ফেসবুক

‘বিদ্বেষীদের উদ্দেশে বলছি। তোমরা যারা ঘৃণা ছড়াও, যারা নিজেদের সবজান্তা ও সত্যের অধিকারী মনে করো, যারা সাধু সেজে থাকো, যেন কখনই ভুল কর না; তাদের অভিনন্দন। তোমরা আরেকজনকে শিকার করেছ।’– এভাবেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ ঝাড়লেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।

ব্রাজিলের কিছু সংবাদ মাধ্যমের কুরুচিপূর্ণ ও মুখরোচক সংবাদ উপস্থাপনের বলি হয়েছেন জেসিকা কানেদো নামে এক ব্রাজিলিয়ান তরুণী। তাকে নিয়ে অপ্রীতিকর এবং ভুয়া সংবাদ প্রচারে হীনমন্যতায় ভুগে আত্মহত্যা করেন সেই ছাত্রী। এমন ঘটনায় সংবাদমাধ্যম গুলোর উপর বেজায় চলেছে নেইমার।

সম্প্রতি ব্রাজিলিয়ান ইউটিউবার ও কৌতুক অভিনেতা হুইন্দেরসন নুনেসের সঙ্গে জড়িয়ে জেসিকা নামক সেই ছাত্রীর কিছু ভুয়া কথোপকথন স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে কথিত প্রেমের সম্পর্ক নিয়ে ব্রাজিলের বেশ কিছু সংবাদমাধ্যম জোরালোভাবে মুখরোচক কিছু সংবাদ প্রচার করে।

এরপর ব্রাজিলের বিনোদন সাংবাদিক রাফায়েল সুসা অলিভেইরা এই বিষয়টি নিয়ে তার ইনস্টাগ্রাম ও এক্স অ্যাকাউন্টে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন। যদিও নুনেস ও কানেদো দুইজনই প্রথম থেকে তাদের মধ্যকার সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন। তারা একে–অপরকে চেনেন না, এমনকি কখনো দেখাও হয়নি- এমন দাবি করেন।

এরকম অসত্য ও ভিত্তিহীন সংবাদ এবং অনুষ্ঠান হয়তো সহজভাবে নিতে পারেননি জেসিকা কানেদো। শেষ পর্যন্ত ২২ বছর বয়সী এই তরুণী গেল শনিবার (২৩ ডিসেম্বর) আত্মহত্যা করেন। দেশটির সিভিল পুলিশও কানেদোর এমন মৃত্যুকে সম্ভাব্য আত্মহত্যার মামলা হিসেবে নথিভুক্ত করেছে।

জেসিকার মৃত্যুর ঘটনা এরই মধ্যে নেট-দুনিয়ায় বেশ আলোরন সৃষ্টি করে। ইউটিউবার নুনেস ও ছাত্রী কানেদোর কথিত প্রেমের সম্পর্ক নিয়ে মুখরোচক সংবাদ ও কানেদোর মৃত্যুর এই খবর দেশটির ফুটবল তারকা নেইমারের কানেও এসেছে। এ বিষয়ে নিজ দেশের সংবাদমাধ্যমের ওপর বেজায় চটেছেন তিনি।

গেল রোববার (২৪ ডিসেম্বর) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ ঝেড়েছেন নেইমার। এমন ঘটনার প্রেক্ষিতে তিনি লিখেছেন, ‘তারা যা প্রকাশ করে, সেটার প্রতি খুব সাবধানতা অবলম্বন করা উচিত। আমি সত্যিই সেসব মানুষদের ঘৃণা করি, যারা নিজের পরিচয়ের আড়ালে অন্য কারও সম্পর্কে বাজে কথা বলে। যাচাই না করেই সবার আগে সংবাদ ছড়িয়ে দেয়ার প্রতিযোগিতা কারও জীবন শেষ করে দিতে পারে। কেননা সবার মন-মানসিক শক্ত নয়।’

আরও পড়ুন: নেইমারের সুস্থতার সর্বশেষ আপডেট, কবে নামবেন মাঠে?

ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল