ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন লুইস সুয়ারেজ- এটা পুরনো খবর। এখন ভক্তদের জানার আগ্রহ কবে এক হয়ে মাঠে নামছেন মেসি-সুয়ারেজ জুটি। এমএসএল মৌসুমী সাধারণত শুরু হয় ফেব্রুয়ারি মাস থেকে। তবে ভক্তদের এতটা অপেক্ষা করতে হবে না এই জুটিকে একসাথে মাঠে দেখতে।
এর আগে মেসি-সুয়ারেজ জুটি একসাথে দেখা গেছে বার্সেলোনায়। সেখানে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সাথে ছিলেন সার্জিও বুস্কেৎস এবং জর্দি আলবারও। সুয়ারেজের আগে আলবা ও বুস্কেৎসকেও দলে ভিড়িয়েছিল ইন্টার মায়ামি। দীর্ঘদিন একসঙ্গে খেলে বার্সেলোনার হয়ে জিতেছিল সম্ভাব্য সকল ট্রফি।
আগামী ২০২৪ মৌসুম থেকেই মেসির সঙ্গে ইন্টার মায়ামির আক্রমণ ভাগে যুক্ত হবেন লুইস সুয়ারেজ। এর আগে বার্সেলোনা ছাড়ার পর সুয়ারেজ খেলেছিলেন আতলেতিকো মাদ্রিদে। সেখানেও জিতেছেন শিরোপা। তারপর যোগ দিয়েছিলেন ব্রাজিলের গ্রেমিয়োতে। এক মৌসুম বাদেই যোগ দিলেন এই আমেরিকান ক্লাবে।
নতুন এমএসএল মৌসুম শুরু হবে ফেব্রুয়ারির শেষ দিকে। তবে এর আগে জানুয়ারি মাসেই পুনরায় দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটি। সৌদি আরবে ২৯ জানুয়ারি সৌদি জায়ান্ট আল-হিলালের বিপক্ষে মায়ামির হয়ে মাঠে নামার কথা আছে এই দুই তারকা ফুটবলারের। লম্বা ইনজুরির কারণে সেই ম্যাচে আল হিলালের দলে থাকছেন না নেইমার।
এর পরপরই পহেলা ফেব্রুয়ারি ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসরের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। সেখানে আরও একবার ফুটবল বিশ্বে দেখা মিলবে মেসি-রোনালদো দ্বৈরথ। পরবর্তীতে জাপানের স্থানীয় দল ভিসেল কোবের বিপক্ষে ম্যাচ সূচি আছে মায়ামির। মৌসুম শুরুর আগে দলটি মুখোমুখি হবে নিউওয়েজ ওল্ড বয়েজ ক্লাবের বিপক্ষে।
এরপর এমএলএসের নতুন মৌসুমে রিয়েল সল্ট লেকের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ২২ ফেব্রুয়ারি মাঠে নামবে ইন্টার মায়ামি। এই ম্যাচের মধ্য দিয়ে ২০২৪ এমএসএল লিগে অভিষেক হবে লুইস সুয়ারেজের। ইন্টার মায়ামিতে মেসি খেলবেন দ্বিতীয় মৌসুম।
আরও পড়ুন: হার্দিক পান্ডিয়া এবারের আইপিএলে ফিরতে পারবেন?
ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২৩/এসএফ/এজে