Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশ দলের প্রশংসা করলেন স্যান্টনার

Mitchell Santner
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল স্যান্টনার। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয়ের আশা থাকলেও ২-১ ব্যবধানে সিরিজ খোয়াতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে। তবে সিরিজের প্রথম দুই ম্যাচে স্বাগতিকদের কাছে পাত্তা না পেলেও শেষটা কিউইদের উড়িয়ে দিয়ে টাইগাররা এখন দারুণ ইতিবাচক। এর রেশ এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও টেনে নিয়ে যেতে চায় বাংলাদেশ।

আগামীকাল (বুধবার) থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি ফরম্যাটের প্রথম ম্যাচটি। প্রথম ম্যাচের আগে এবার বাংলাদেশকে নিয়ে প্রশংসা শোনা গেল ২০ ওভারের সিরিজে কিউইদের দলে নতুন নেতৃত্ব পাওয়া মিচেল স্যান্টনারের কণ্ঠে।

স্যান্টনার বলেন, ‘আমি আগে থেকেই বাংলাদেশ দলকে ভয় পেতাম। আমরা জানি যে ক্রিকেটে তারা কতটা এগিয়ে গেছে। তারা কতটা ভয়ংকর সেটা আমরা ওয়ানডে সিরিজেও দেখেছি। সিরিজটা বেশ ক্লোজ ছিল। তাসকিন না থাকলেও বাকি তিন-চার জন পেসার তাদের ক্লাস এখানে দেখিয়ে গেছে। পেস বান্ধব উইকেট হলে তারা আমাদের জন্য যে ভয়ংকর হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই।’

বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিততে না পারলেও তারা বেশ প্রতিদ্বন্দ্বীতা গড়েছিল বলে মত এই কিউই তারকার। সাথে টি-টোয়েন্টি সিরিজেও ভাল লড়াইয়ের আশা এই বোলিং অলরাউন্ডারের, ‘বাংলাদেশ ওয়ানডে সিরিজে খুব ভাল খেলেছে, তিনটি ম্যাচেই। বিশেষ করে তৃতীয় ম্যাচে তারা দুর্দান্ত ছিল। হয়তো উইকেট থেকে তারা সহায়তা পেয়েছে, তবে তারা ভাল বলও করেছে। শেষ ম্যাচে জয়টা তাদেরই প্রাপ্য ছিল। আশা করি আসন্ন সিরিজেও ভাল প্রতিদ্বন্দ্বীতা গড়ে উঠবে।’

শেষ ওয়ানডেতে সফরকারীদের জয় প্রসঙ্গে বন্দনা ঝরান স্যান্টনার, ‘আসলে আমরা ভাল একটি দলের বিপক্ষে খেলেছি যারা ভীষণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে। সিরিজ শুরুর আগে থেকেই আমরা জানতাম যে, বাংলাদেশ কতটা শক্তিশালী এবং মানসম্পন্ন দল। তারা সেদিন তিন বিভাগেই দারুণ খেলেছে। জয়টা তাদেরই পাওনা ছিল।’

আরও পড়ুন: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না এবাদতের 

ক্রিফোস্পোর্টস/২৬ডিসেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট