তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল (বুধবার) মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজ হাতছাড়া হলেও শেষ ম্যাচে কিউইদের মাটিতে প্রথম ওয়ানডে জয় পেয়েছে টাইগাররা। আর সেই ম্যাচের আত্নবিশ্বাস নিয়েই আগামীকাল কিউইদের মাটিতে প্রথম টি-টোয়েন্টি জয়ের লক্ষ্যে মাঠে নামবে লাল-সবুজ বাহিনী।
টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ (মঙ্গলবার) ট্রফি উন্মোচন করেছেন দুই দলের অধিনায়ক। ট্রফি উন্মোচন শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সবাই এক হয়ে দলগতভাবে খেলতে চাই, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ। অতিরিক্ত কোনো কিছু আশা করি না। যে জিনিসটা আমরা পারি, সেটাই করার চেষ্টা করব। আমার মনে হয় সবাই সেটা করার জন্য প্রস্তুত।’
নেপিয়ারের পেস-স্পিন দুই বিভাগের বোলাররাই সুবিধা পাবে বলে মনে করেন শান্ত, ‘এখানে পেসাররা বাড়তি সুবিধা পায়। তবে যেতেতু ভিন্ন ফরম্যাট, আশা করছি পেস-স্পিন দুই বিভাগেই আমরা ভালো করবো।’
ওয়ানডে সিরিজ হাতছাড়া হলেও এই সিরিজ জয়ে আশাবাদী শান্ত, ‘আমার মনে হয় খুব ভালো একটা সুযোগ, আমরা এই সিরিজটা নিয়ে অনেক আশাবাদী। আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি যে সবাই কালকে একসঙ্গে হয়ে খুব ভালো একটা ম্যাচই খেলবে।’
এদিকে কিউই অধিনায়ক স্যান্টনার মনে করেন এই টি-টোয়েন্টি সিরিজটি হবে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ন, ‘বাংলাদেশ ওয়ানডে সিরিজে খুব ভাল খেলেছে, তিনটি ম্যাচেই। বিশেষ করে তৃতীয় ম্যাচে তারা দুর্দান্ত ছিল। হয়তো উইকেট থেকে তারা সহায়তা পেয়েছে, তবে তারা ভাল বলও করেছে। শেষ ম্যাচে জয়টা তাদেরই প্রাপ্য ছিল। আশা করি আসন্ন সিরিজেও ভাল প্রতিদ্বন্দ্বীতা গড়ে উঠবে।’
আরও পড়ুন: আইসিসি থেকে সুখবর পেলেন ৩ বাংলাদেশি ক্রিকেটার
ক্রিফোস্পোর্টস/২৬ডিসেম্বর২৩/এমটি