Connect with us
ক্রিকেট

এমন মুহূর্ত আসবে ভাবতেও পারেননি শিখর ধাওয়ান

Dhawan's emotional message on his son's birthday
জন্মদিনেও পুত্রের থেকে অনেক দূরে ধাওয়ান। ছবি- সংগৃহীত

একাকীত্বে ভুগছেন ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ান। প্রাক্তন স্ত্রী আয়েশা মুখার্জির সাথে আইনি জটিলতায় কাছে পাচ্ছেন না নিজের ছোট ছেলে জোরাবরকে। গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ছিল জোরাবরের ১০ম জন্মদিন। এক ইনস্টাগ্রাম পোস্টে ছেলেকে নিয়ে জন্মদিনের আবেগঘন শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ধাওয়ান।

শিখর ধাওয়ান অভিমানী সেই পোস্টে দাবি করেন, তার প্রাক্তন স্ত্রী আয়েশা তার থেকে জোরাবরকে দূরে রাখছেন। এমনকি ধাওয়ানকে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেও ব্লক করে রেখেছেন আয়েশা। ছেলের জন্মদিনেও তাকে কাছে না পেয়ে অনেকটা আবেগী হয়ে করেছেন সেই পোস্ট।

জন্মদিনে ছেলেকে নিয়ে ইনস্টাগ্রামে তিনি লিখেন, ‘প্রিয় জোরাবর, প্রায় এক বছর হয়ে গেল তোমাকে দেখিনি। প্রায় তিন মাস যাবত সকল সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়েই তিন মাস আগে শেষ বার তোমার সঙ্গে কথা বলার ছবি দিলাম। শুভ জন্মদিন।’

পোস্টে তিনি আরো লিখেন, ‘তোমার সঙ্গে সরাসরি কথা বলতে না পারলেও আমাদের টেলিপ্যাথির (মনস্তাত্ত্বিক যোগাযোগ) যোগ রয়েছে। তোমাকে নিয়ে আমি গর্বিত। জানি তুমি খুব ভাল ভাবেই বেড়ে উঠছ। বাবা তোমাকে খুব মিস করে। অপেক্ষায় আছি, ভগবানের আশীর্বাদে আমাদের আবার দেখা হবে। প্রার্থনা করি তুমি নম্র, ভদ্র, ধৈর্যশীল এবং একইসঙ্গে শক্তিশালী হও।’

এর আগে ২০১২ সালে প্রেম করে বাঙালি আয়েশার সাথে বিয়ের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন শিখর। ২০২১ সালে এক ইনস্টাগ্রাম পোস্টে আয়েশার সাথে বিবাহ বিচ্ছেদের কথা জানান ধাওয়ান। মানসিক নির্যাতনের অভিযোগে স্ত্রীয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন তিনি। শেষ পর্যন্ত আইনি পথে আলাদা হয়ে যান তারা।

এদিকে বিবাহ বিচ্ছেদের পর ছোট ছেলে জোরাবর মায়ের কাছে অস্ট্রেলিয়ায় থাকার কারণে ছেলের সঙ্গে দেখা করার উপায় নেই শিখর ধাওয়ানের। এতে করে আবেগঘন হয়ে জোরাবরকে জন্মদিনে সোশাল মিডিয়ার মাধ্যমেই শুভেচ্ছাবার্তা পৌঁছে দিলেন ধাওয়ান।

আরও পড়ুন: আল নাসরের জয়ের রাতে রোনালদোর অনন্য কীর্তি

ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৩/এসএফ/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট