গেল ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন আর্চার রোমান সানা। বাংলাদেশের দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবে এমন কীর্তি গড়েন তিনি। আগের বছর ২০১৯ সালে বিশ্ব আর্চারিতে পদক জিতে ইতিহাস গড়েছিলেন রোমান সানা। সে সময়ের আলোচিত এই আর্চার আরো একটি অলিম্পিক আসার আগেই দেখছেন মুদ্রার উল্টোপিঠ।
আগামী জুলাই-আগস্টে অনুষ্ঠিত হবে ২০২৪ প্যারিস অলিম্পিক। আসন্ন অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন দূরের কথা, বাংলাদেশ থেকে ওয়াইল্ড কার্ডের জন্য যে ছয় জনের নাম অলিম্পিকে যাচ্ছে, তাদের মধ্যেও নেই রোমান সানার নাম। তবে ২০১৬ অলিম্পিকে নিজের যোগ্যতায় প্রথম বাংলাদেশী ক্রীড়াবিদ হিসেবে খেলা সিদ্দিকুর রহমানের নাম থাকছে ওয়াইল্ড কার্ডে।
আসন্ন অলিম্পিকে রোমান সানার নাম না থাকা, অনেকটা অনুমেয়ই ছিল। শৃঙ্খলাভঙ্গের দায়ে ২০২২ সালের নভেম্বর থেকে প্রায় এক বছর মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। দেশের সবচেয়ে সফল এই আর্চার নিষেধাজ্ঞা কাটিয়ে পুনরায় মাঠে ফিরেছেন চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়ান গেমস দিয়েই।
দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় স্বাভাবিকভাবেই নিজের সেরা ফর্মে নেই রোমান। এশিয়াড এবং তার পরের দুটি টুর্নামেন্টেও রোমানের চেয়ে ভালো পারফর্ম করে ওয়াইল্ড কার্ডে জায়গা করে নিয়েছেন হাকিম আহমেদ। তার সাথে ওয়াইল্ড কার্ডে আছেন ভারত ট্যুরে দুর্দান্ত ফর্মে থাকা তীরন্দাজ জামাল হোসেনও।
সব মিলিয়ে গলফ, বক্সিং, শ্যুটিং ও আর্চারি- এই চার খেলায় ছয়জনের নামে ওয়াইল্ড কার্ডের আবেদন করা হয়েছে। বক্সিংয়ে গেল এশিয়াডে দূর্দান্ত করা সেলিম হোসেন প্যারিস অলিম্পিকের ওয়াইল্ড কার্ডে জায়গা পেয়েছেন। শ্যুটিংয়ে অন্য দুজন হলেন শায়রা আরেফিন ও রবিউল ইসলাম।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথমবার টি-টোয়েন্টি জয়
ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৩/এসএফ/এমটি