Connect with us
ক্রিকেট

নিজের কামব্যাক ম্যাচেই ম্যাচসেরা শেখ মেহেদী

Sheikh Mahedi was the man of the match in his comeback match
দীর্ঘ ১৬ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমেই ম্যাচ সেরার স্বাক্ষর রাখলেন মেহেদী। ছবি- সংগৃহীত

আজ নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাসে প্রথম বারের মত টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ। এমন জয়ে একজনকে পুরো কৃতিত্ব দেয়া আসলেই কঠিন। কারণ আজ শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান এবং লিটন দাস প্রত্যেকেই নিজ নিজ জায়গায় অসাধারণ খেলেছেন। তবে ব্যাট-বল হাতে অলরাউন্ড নৈপুণ্যের কারণে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে শেখ মেহেদীর হাতে। দীর্ঘ ১৬ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমেই ম্যাচ সেরার স্বাক্ষর রাখলেন এই স্পিনিং অলরাউন্ডার।

আজকের আগে সবশেষ ২০২২ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের হয়ে ২০ ওভারের ক্রিকেটে মাঠে নেমেছিল শেখ মেহেদী। শুরুতে বল হাতে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে স্বাগতিকদের দুই জন টপ অর্ডার ব্যাটসম্যানকে সাজ ঘরে পাঠিয়েছেন। পাশাপাশি ম্যাচের সবচেয়ে ইকোনোমিকাল বোলারও ছিলেন তিনি। আর ব্যাট হাতে ১৬ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতাতে ব্যাট হাতেও ভূমিকা রাখেন তিনি।

ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে এমন পারফরমেন্সের নেপথ্য কারণ সম্পর্কে মেহেদী বলেন, ‘এমন পিচে লাইন-লেন্থ ঠিক রেখে বল করাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ এই পিচে স্পিন বল করা কষ্টকর। আজ এই পিচে লাইন-লেন্থ ঠিকভাবে কার্যকর করতে পারায় আজ আমি ফল পেয়েছি।’

আজ নেপিয়ারের উইকেট সম্পর্কে বলতে গিয়ে এই অলরাউন্ডার জানান, ‘আজকের উইকেটটা মন্থর ছিল। মাঝেমাঝে বল স্লো আসছিল এবং টার্ন পাচ্ছিলো। আবার কিছু বল সোজা আসছিল। আমার লক্ষই ছিল গুড লেন্থে ধারাবাহিকভাবে বল করে যাওয়া, আর এতেই আমি সফল। এজন্য পাওয়ার প্লেতেও ভাল করার মাধ্যমে দলকে ভাল কিছু এনে দিতে পারলাম।’

বল করার পাশাপাশি ছোট লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ৯৭ রানে পাঁচ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে ওপেনার লিটন দাসকে সঙ্গে নিয়ে ম্যাচ জয়ী জুটি গড়েন শেখ মেহেদী। ১৬ বলে এক চার ও এক ছয়ে অপরাজিত ১৯ রানের ইনিংস খেলেন তিনি। জয়সূচক চারের মারটিও এসেছে মেহেদীর ব্যাট থেকেই। নিজের ব্যাটিং দক্ষতা নিয়ে মেহেদীর অভিমত, ‘বল হাতে আমি ভাল করলে তার প্রভাব আমার ব্যাটিংয়ের উপরও পড়ে। ব্যাটিংয়ের সময় সেটা আমাকে আত্নবিশ্বাস জোগায়। আমি সবসময়ই ব্যাটিংটা উপভোগ করি।’

এ নিয়ে নেপিয়ারে টানা দুই ম্যাচে সাফল্যের মুখ দেখল নাজমুল হোসেন শান্তর দল। আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে স্বাগতিকদের থেকে ১৩৫ রানের লক্ষ্য পায় টাইগাররা। জবাবে ৫ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে সফরকারীরা।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথমবার টি-টোয়েন্টি জয়

ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট