বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। বাংলাদেশ দল ছেড়ে গেলেও শিষ্যদের প্রতি ভালোবাসাটা আগের মতোই রয়েছে এই কোচের। বাংলাদেশ কোন ম্যাচে জয়লাভ করলেই টাইগারদের প্রতি তার ভালোবাসার প্রতিফলন দেখা যায়।
নেপিয়ার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ড ব্যাটারদের রীতিমতো নাচিয়েছে বাংলাদেশের বোলাররা। সেই ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। জয়ের পর বাংলাদেশের বোলারদের অভিনন্দন জানিয়েছিলেন ডোনাল্ড।
আজ (বুধবার) নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে প্রথম টি-টোয়েন্টি জয় পেয়েছে টাইগাররা। আজও শান্ত-শরিফুলদের অভিনন্দন জানাতে ভুলেননি সাবেক বোলিং গুরু।
টাইগারদের এই ঐতিহাসিক জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে দলের ছবি দিয়ে একটি পোস্ট করেছেন ডোনাল্ড। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘অভিনন্দন! ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়। সাবাশ।’
আজ (বুধবার) নেপিয়ারে শুরুতে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের নিমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে শুরুতেই উইকেট হারিয়ে কোণঠাসায় পড়ে যায় কিউইরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। টাইগারদের হয়ে ২৬ রানে সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন পেসার শরিফুল ইসলাম।
১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লিটনের ৪২ এবং শেষদিকে মেহেদীর ১৯ রানের ক্যামিওতে ৮ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় টাইগার বাহিনী।
আরও পড়ুন: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তামিমকে ছাড়িয়ে গেলেন লিটন
ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৩/এমটি