Connect with us
ফুটবল

ফুটবলারের খোজে নেমেছে বায়ার্ন, সুযোগ রয়েছে বাংলাদেশিদেরও

Bayern Munich is looking for footballers, Bangladeshis also have a chance
যারা সুযোগ পাবেন তারা বায়ার্নের সঙ্গে কোচিং এবং ট্রেনিং করতে পারবেন। ছবি- সংগৃহীত

গত কয়েক বছরের মত এবারও ফুটবলার হান্ট এ নেমেছে জার্মানির জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ। প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করতে গত কয়েক বছর ধরেই এই কার্যক্রম পরিচালনা করছে বিখ্যাত এই ক্লাবটি। এ বছরও অনূর্ধ্ব-১৯ বয়সী ফুটবলারদের আবেদন করতে আহ্বান জানিয়েছে জার্মানির সেরা ক্লাবটি।

এ প্রোগ্রামটিতে যেসব ফুটবলাররা সুযোগ পান তারা বায়ার্নের সঙ্গে কোচিং এবং ট্রেনিং করতে পারেন। তবে এর আগে বেশ কিছু ধাপে ফুটবলারদের বাছাই করে থাকে বায়ার্ন মিউনিখ। সেসব বাছাই প্রক্রিয়া পার হতে পারলে তবেই ফুটবলাররা ক্লাবের একাডেমিতে গিয়ে ট্রেনিংয়ের সুযোগ পাবেন।

২০০৬ এবং ২০০৭ সালে জন্মগ্রহণ করেছে এমন ফুটবলাররাই শুধু এবারের প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনেই সম্পন্ন করা যাবে। বায়ার্ন মিউনিখের অফিশিয়াল ওয়েবসাইটের কনট্যাক্ট অপশনের ওয়ার্ল্ড স্কোয়াডে এ আবেদন ফর্মটি পাওয়া যাচ্ছে।

আবেদন করার সময় ফর্মের সাথে আবেদনকারীর নিজের ফুটবল দক্ষতার একটি ভিডিও সঙ্গে সাবমিট করতে হবে। ফুটবলের যে বিভাগে আবেদনকারী দক্ষ, সেই দক্ষতার সর্বোচ্চ দেড় মিনিটের ভিডিও করে সেখানে জমা দিতে হবে। এই দেড় মিনিটের ভিডিওর উপর নির্ভর করেই মূলত প্রাথমিক বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

গত বছর বায়ার্নের এ প্রোগ্রামে সুযোগ পাওয়া আবেদনকারীরা দুইটি ইনটেনসিভ ট্রেনিংয়ের সুযোগ পেয়েছিল। একটি হয়েছিল জার্মানিতে, অন্যটি আর্জেন্টিনায়। দু’টি প্রোগ্রামেই কোচ হিসেবে বায়ার্ন কিংবদন্তি রয় ম্যাকয় ছিলেন।

আরও পড়ুন: ঋষভের সঙ্গে জালিয়াতি করে আটক ভারতীয় ক্রিকেটার

ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল