অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানি ক্রিকেটারদের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। নতুন নিয়ম অনুযায়ী ড্রেসিংরুমে ঘুমালেই জরিমানা গুনতে হবে বাবর-শাহিনদের। পাকিস্তানের টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ এই কঠোর নিয়মের কথা জানিয়েছেন।
হাফিজ বলেছেন, টেস্ট ম্যাচ চলাকালীন কোন খেলোয়াড় ড্রেসিংরুমে ঘুমালে তাকে ৫০০ ডলার জরিমানা করা হবে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিওসুপার একটি প্রতিবেদনে জানায়, জাতীয় দলের পরিচালক মোহাম্মদ হাফিজ, তার সতর্ক দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। নিষ্ক্রিয়তার বিষয়ে শূন্য-সহনশীলতার নীতি সহ নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরেস (এসওপিএস) নীতি প্রবর্তন করেছেন। এই নীতি অনুযায়ী কোন ক্রিকেটার ড্রেসিংরুমে ঘুমালে ৫০০ ডলার জরিমানা করা হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, আগের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকাকালে একাদশের বাইরে থাকা কিছু ক্রিকেটার ড্রেসিংরুমে ঘুমাতেন। তবে নতুন টিম ম্যানেজমেন্ট ক্রিকেটারদের ড্রেসিংরুমের পরিবর্তে হোটেলে ঘুমানোর জন্য নির্দেশ দিয়েছেন।
খেলোয়াড়দের পেশাদারিত্ব এবং মনোযোগ ঠিক রাখার জন্যই এই নিয়ম প্রবর্তন করা হয়েছে। তবে ম্যানেজমেন্টের নতুন এই নিয়ম নিয়ে পাকিস্তানের ক্রিকেট সম্প্রদায়ে কিছুটা বিতর্ক সৃষ্টি হয়েছে। কেউ কেউ হাফিজের কঠোর অবস্থানকে সমর্থন দিয়ে যুক্তি দিচ্ছেন। আবার কিছু কিছু ক্রিকেটার তাদের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: ভারতকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা
ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৩/ এমটি