অবশেষে গুঞ্জনই সত্যি হল। গত কয়েকদিন ধরেই গুঞ্জন উঠেছিল কোচ হিসেবে ব্রাজিল জাতীয় দলে যোগ দেওয়া হচ্ছে না কার্লো আনচেলত্তির। এবার রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করে সেই গুঞ্জনে গা ভাসালেন আনচেলত্তি। চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন এই ইতালিয়ান কোচ।
আজ (শুক্রবার) এক বিবৃতির মাধ্যমে আনচেলত্তির চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালের দায়িত্বে থাকবেন এই কিংবদন্তি কোচ। এর আগে ২০১৩-২০১৫ পর্যন্ত সময়ে রিয়ালের দায়িত্বে ছিলেন তিনি। বর্তমানে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব পালন করেছেন এই ইতালিয়ান বস।
আনচেলত্তির অধীনে পাঁচ সিজনে ২ টি চ্যাম্পিয়নস লিগ এবং ১ টি লা লিগা সহ ১০ টি শিরোপা জিতেছে স্প্যানিশ জায়ান্টরা।
বর্তমানে কোচ শূন্যতায় ভুগছে ব্রাজিল জাতীয় দল। তিতের পদত্যাগের পর থেকে নেইমারদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ফার্নান্দো দিনিজ। তবে তার দায়িত্বে দিনে দিনে অবনতি হচ্ছে সেলেসাওদের। অনেকদিন ধরেই নতুন কোচ খুজছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে বিবেচনায় ছিলেন রিয়াল এই রিয়াল মাদ্রিদ মাস্টারমাইন্ড। তবে সম্প্রতি অনিয়মের অভিযোগে সিবিএফ সভাপতি এডনাল্ডো রদ্রিগেজকে সভাপতিত্ব থেকে অব্যাহতি দেন ব্রাজিলের আদালত। সিবিএফের সাবেক এই সভাপতির সঙ্গেই চুক্তির ব্যপারে কথা চলছিল আনচেলত্তির।
তবে হঠাৎ তার পদত্যাগে চুক্তির বিষয়টি আগানো নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছিল। গুঞ্জন উঠেছিল ব্রাজিলের কোচ হওয়া হচ্ছে না আনচেলত্তির। অবশেষে সে গুঞ্জনই সত্যি হল।
আরও পড়ুন: ব্রাজিল ফুটবলের রঙে যেভাবে রঙিন হয় ‘সেলেসাও’ শব্দটি
ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৩/এমটি