Connect with us
ফুটবল

আনচেলত্তির ‘না’, ব্রাজিলের কোচ হওয়ার দৌঁড়ে এগিয়ে কারা?

Ancelotti's 'no', who are ahead in the race to be the coach of Brazil?
ব্রাজিল ফুটবল দল। ছবি- সংগৃহীত

কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হচ্ছেন–বিশ্বকাপের পর এটাই ছিল ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে স্বস্তির খবর৷ কার্লো আনচেলত্তিকে নিয়ে নতুন উদ্যমে শুরু করবে ব্রাজিল এমন স্বপ্নে বিভোর ছিল সমর্থকরা৷ তবে এবার দাবার গুটির চাল উল্টে দিলেন আনচেলত্তি৷ ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাবকে ‘না’ বলে দিয়ে নতুন চুক্তি করেছেন রিয়াল মাদ্রিদের সাথে। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড৷

অথচ গত জুনে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ অনেকটা আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিয়েছেলেন, সেলেসাওদের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। এমনকি তাঁর আশায় পূর্ণ মেয়াদের কোচ না নিয়ে ফার্নান্দো দিনিজকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল সিবিএফ।

তবে সম্প্রতি অনিয়মের অভিযোগে সিবিএফ সভাপতি এডনাল্ডো রদ্রিগেজকে সভাপতিত্ব থেকে অব্যাহতি দেয় ব্রাজিলের আদালত। সিবিএফের সাবেক এই সভাপতির সঙ্গেই চুক্তির ব্যপারে কথা চলছিল আনচেলত্তির। তবে হঠাৎ তার পদত্যাগে চুক্তির ষোলকলা বদলে যায়৷ গুঞ্জন উঠেছিল ব্রাজিলের কোচ আর হচ্ছে না আনচেলত্তি। অবশেষে সে গুঞ্জনই সত্যি হল। মাঠ ও মাঠের বাহিরে ধুঁকতে থাকা ব্রাজিল ফুটবলের জন্য এ যেন মড়ার উপর খাড়ার ঘা৷

কোচ হওয়ার প্রস্তাবে কার্লো আনচেলত্তি ব্রাজিলকে ‘না’ বলে দেওয়ার পর ব্রাজিলের কোচ হওয়ার দৌঁড়ে এখন কারা এগিয়ে?

অ্যাবেল ফেরেইরা

দীর্ঘসময় ধরে পর্তুগীজ ক্লাব স্পোর্টিং সি পি ও ব্রাগার দায়িত্ব পালন করেছেন অ্যাবেল ফেরেইরা। তবে তিনি ২০২০ সাল থেকে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের কোচের দায়িত্ব পালন করছেন। ব্রাজিলের ফুটবলের নাড়িনক্ষত্র বেশ ভালোভাবেই জানা আছে অ্যবেল ফেরইরার৷ এমনকি ব্রাজিলে রয়েছে তাঁর বিপুল জনপ্রিয়তা। তাই কাতার বিশ্বকাপের আগে থেকেই তিতের উত্তরসূরি হিসেবে তাঁর নামটা বেশ জোরালোভাবে শোনা গিয়েছিল।

সম্ভবত এবার প্রথা ভেঙে অ্যাবেল ফেরইরা হয়ে যেতে পারেন ব্রাজিলের ভিনদেশি কোচ। জনপ্রিয়তার সাথে তাঁর রয়েছে পর্তুগীজ ভাষার দখল৷ এছাড়া ক্লাব পর্যায়েও বেশ উজ্জ্বল ফেরেইরা৷ পালমেইরাসকে দুইবার কোপা লিবার্তাদোরেস সহ ছয়টি শিরোপা জিতিয়েছেন। তাই কোচ হওয়ার দৌঁড়ে নিঃসন্দেহে এগিয়ে থাকবেন তিনি৷

ফার্নান্দো দিনিজ

ব্রাজিলের বর্তমান অন্তবর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজকে আরো একবার বাজিয়ে দেখতে পারে সিবিএফ। ৪৯ বছর বয়সী দিনিজ ‘ব্রাজিলের গার্দিওলা’ নামে পরিচিত। টিকি-টাকা ফুটবল দর্শন নিজের ভেতর ধারণ করে বলের দখল রেখে তাঁর শীর্ষদের খেলাতে বেশ পছন্দ করেন ব্রাজিলের এই ট্যাক্টিক্যাল মাস্টারমাইন্ড।

ব্রাজিলে তাঁর কোচিং ক্যারিয়ারও বেশ লম্বা৷ সাও পাওলো, সান্তোস, ফ্লুমিনেন্সসহ ছোট-বড় মিলিয়ে ১৭টি ব্রাজিলিয়ান ক্লাবের দায়িত্ব পালন করেছেন, তাঁর অধীনে সাও পাওলো টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও রয়েছে। এবং সম্প্রতি ফ্লুমিনেন্সকে কোপা লিবার্তাদোরেস জেতানো ও ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালের তোলায় আবারো আলোচনায় এসেছেন দিনিজ৷ সবমিলিয়ে আরো একবার দিনিজের কাছেই ফিরে যেতে চাইবে সিবিএফ৷ তবে তাঁর অধীনে ব্রাজিলের পারফরম্যান্স বেশ নড়বড়ে৷ তাঁর অধীনে এখন পর্যন্ত ৬ ম্যাচের কেবল দুটিতে জয় পেয়েছে ব্রাজিল। অন্যদিকে বিশ্বকাপ বাছাই পর্বে টানা তিন ম্যাচে হারার রেকর্ডও রয়েছে তাঁর দখলে।

দারিভাল জুনিয়র

ফ্লামেঙ্গো, পালমেইরাস, সাও পাওলো, সান্তোস, ফ্লুমিনেন্স সহ ২৫টি ব্রাজিলিয়ান ক্লাবে ২০ বছরেরও বেশি সময় ধরে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। বর্তমানে সাও পাওলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ৬১ বছর বয়সী দারিভাল জুনিয়র৷ ২০২২ সালে ফ্লামেঙ্গোকে জিতিয়েছেন কোপা লিবার্তাদোরেস। এছাড়া চলতি বছর সাও পাওলোকে জিতেছেন কোপা দো ব্রাজিল৷ ২০১৬ সালে তিতে দায়িত্ব নেওয়ার আগেও ব্রাজিলের কোচ হওয়ার দৌঁড়ে তিনি এগিয়ে ছিলেন৷

সান্তোসে থাকাকালীন নেইমার ও রবিনহোর মতো তারকাদের কোচিং করিয়েছেন তিনি৷ তাই উঠতি তারকাদের কাজে লাগানোর পদ্ধতি তাঁর ভালোই জানা রয়েছে৷ এজন্য দারিভাল জুনিয়রকে ব্রাজিলের কোচিং সাইডলাইনে দাঁড় করাতে পারে সিবিএফ৷

হোসে মরিনহো

ইউরোপ থেকে ব্রাজিলের কোচ হওয়ার দৌঁড়ে সবচেয়ে বড় নাম হোসে মরিনহো৷ ‘দ্যা স্পেশাল ওয়ান’ নামে পরিচিত মরিনহোর রোমার হয়ে মেয়াদ শেষ হবে ২০২৪ সালের জুনে৷ জানা গেছে, রোমায় মরিনহো নিজেও পুরোপুরি খুশি নন। তাই উপযুক্ত প্রস্তাব পেলে তিনিও দল বদলাতে চাইবেন।তাই রোমার চুক্তি শেষ হওয়ার আগেই জানা যাবে মরিনহোর গন্তব্য৷

পর্তুগীজ ভাষায় দখল থাকা মরিনহোকে ব্রাজিলের দায়িত্ব দিতে পারে সিবিএফ৷ তারকাসমৃদ্ধ দলটিকে মাঠের খেলায় উদ্যমী করে তুলতে মরিনহোর মতো একজন অভিজ্ঞ কোচকেই নিয়ে আসতে পারে ব্রাজিল।

পেপ গার্দিওলা

সম্প্রতি ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে ফিফা ক্লাব বিশ্বকাপ জেতার পর ব্রাজিলের কোচ হওয়ার ক্ষেত্রে পেপ গার্দিওলার নামে বেশ জোরেশোরে গুঞ্জন উঠেছে। এর আগে ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছেন, তিনি সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লীগ জিততে চান৷ এরপর সিদ্ধান্ত নিবেন জাতীয় দলের হয়ে কোচিং করবেন কিনা। তবে যদি সুযোগ হয় তাহলে ল্যাতিন পরাশক্তি ব্রাজিলকেই কোচিং করানোর জন্য বেছে নিতে পারেন পেপ৷

ক্লাব বিশ্বকাপ জেতার মধ্য দিয়ে ম্যানচেস্টার সিটির হয়ে সম্ভাব্য সব ট্রফি জিতেছেন তিনি৷ তাই ম্যানচেস্টার সিটির অধ্যায়ের সমাপ্তি টানতে চাচ্ছেন পেপ৷ ইএসপিএন জানিয়েছে, গার্দিওলা ম্যানসিটি ছাড়ার ইঙ্গিত দিয়েছে, সেক্ষেত্রে তিনি জাতীয় দলের কোচ হিসেবে যুক্ত হতে পারেন। তাই গুঞ্জন সত্যি হলে প্রায় ২০ বছরের বিশ্বকাপ খরা কাটাতে পেপ গার্দিওলাও হতে পারেন সেলেসাওদের নতুন কোচ।

আরও পড়ুন: ব্রাজিল ফুটবলের রঙে যেভাবে রঙিন হয় ‘সেলেসাও’ শব্দটি  

ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৩/টিএইচ/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল