বল হাতে দুর্দান্ত সময় পার করছেন বাংলাদেশ নারী দলের স্পিনার নাহিদা খাতুন। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে নভেম্বরে আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হয়েছেন নাহিদা। এবার ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলেও জায়গা করে নিয়েছেন এই বাহাতি স্পিনার।
এবছর বল হাতে রাজত্ব করেছেন নাহিদা। বছরজুড়ে ১১ টি ওয়ানডে ম্যাচ খেলে ২০ উইকেট নিয়েছেন এই বাহাতি স্পিনার। এতে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে।
এই ওয়ানডে দলে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে সর্বোচ্চ ৩ জন করে জায়গা পেয়েছেন। দক্ষিণ আফ্রিকা থেকে জায়গা পেয়েছেন দু’জন ক্রিকেটার। এছাড়া ইংল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে ১ জন করে জায়গা করে নিয়েছেন। তবে ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা হয়নি কোন ভারতীয় ক্রিকেটারের।
ক্রিকইনফোর বর্ষসেরা নারী ওয়ানডে দল : চামারি আতাপাত্তু, বেথ মুনি-(কিপার), সোফি ডিভাইন-(অধিনায়ক), আমিলা কের, নাট সাইভার ব্রান্ট, মারিজান কাপ, অ্যাশলি বার্ডনার, নাদিন ডি ক্লার্ক, আন্নাবেল সাদারল্যান্ড, নাহিদা আক্তার, লিয়া তাহুহু
ক্রিকইনফোর বর্ষসেরা নারী টি-টোয়েন্টি দল : বেথ মুনি, চামারি আথাপাত্তু, হেইলি ম্যাথুউস, নাট সাইভার, মারিজ্জানে কাপ, সোফি ডিভাইন-(অধিনায়ক), আমিলা কের, সোফি এক্লেস্টোন, অ্যাশলি গার্ডনার, শাবনিম ইসমাইল, মেগান স্কুট।
আরও পড়ুন: জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজ, বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া
ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৩/এমটি