নিউজিল্যান্ডের মাটিতে স্মরণীয় এক সফর শেষ করে রাতে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে প্রথমবারের মতো কিউইদের তাদের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হারানোর সুখস্মৃতি দেখেছে টিম টাইগার। গতকাল সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শান্ত-লিটনরা।
এই সফরে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে সমতায় থেকেই সিরিজ শেষ করেছে সফরকারীরা। প্রথমবারের মতো এমন কীর্তি গড়ে দেশে ফিরল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। এর আগে কখনো বাংলাদেশ দল নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে অথবা টি-টোয়েন্টি ম্যাচে জয়ের স্বাদ গ্রহণ করেনি।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে লড়াই করে হারলেও শেষ ম্যাচে টাইগারদের কাছে পাত্তাই পায়নি নিউজিল্যান্ড। অপরদিকে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কিউইদের ১৩৪ রানে গুটিয়ে দিয়ে ৫ উইকেটের জয় তুলে দারুণ ভাবে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে হেরে টি-টোয়েন্টি সিরিজ সমতায় রেখেই শেষ করতে হয়েছে সফরকারীদের ।
এর আগে বিশ্বকাপে ব্যর্থতার পর ঘরের মাঠে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সমতায় ইতি টেনেছিল টাইগাররা। সেই সিরিজেও প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে ঘরের মাটিতে টেস্টে হারানোর স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তারপর নিউজিল্যান্ডের মাটিতে অ্যাওয়ে সিরিজের কঠিন চ্যালেঞ্জ নিতে নতুনভাবে দল সাজায় টিম ম্যানেজমেন্ট।
একাধিক অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়াও ভালো একটি সফর শেষ করেছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকলেও তার সেই দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন নাজমুল হোসেন শান্ত। সফরে কোন সিরিজ জিততে না পারলেও একক ও দলগত বিভিন্ন সফলতার কারণে এখানে বাংলাদেশের প্রাপ্তির পাল্লাটাই থাকবে ভারী।
আরও পড়ুন: আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন সাকিব
ক্রিফোস্পোর্টস/২জানুয়ারি২৪/এসএফ/এজে