চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। চোটের কারণে বেশ কিছুদিন দলে ছিলেন না অভিজ্ঞ ব্যাটার ক্রেগ আরভিন। এবার ইনজুরি থেকে ফিরেই দলে জায়গা করে নিলেন আরভিন। আরভিনকে ফেরানোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েই ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের দুটি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। যেখানে থাকবে তিনটি করে ওয়ানডে ও টি টুয়েন্টি ম্যাচ। এর আগে শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলার অভিজ্ঞতা হয়নি জিম্বাবুয়ের। ওয়ানডে সিরিজ খেলেছিল ২০২২ সালের জানুয়ারি মাসেই। দুই বছর পর ফের লঙ্কানদের ডেরায় খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে।
প্রথমবারের মতো ওয়ানডে দলে রাখা হয়েছে ৩৩ বছর বয়সী অফস্পিনার তাপিওয়া মুফাদজাকে। মূরত ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে পেয়েছেন পুরষ্কার। দলে ফিরেছেন মিল্টন শুম্বা, ফারাজ আকরাম, তিনশে কামুনহুকামওয়ে, তাকুদজওয়ানাশে কাইতানো, এবং টনি মুনিয়ঙ্গা।
লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এসেছে তিনটি পরিবর্তন। মুফাদজা, কাইতানো এবং আকরামের জায়গায় এসেছেন আইন্সলে এনডলোভু, ব্রায়ান বেনেট এবং কার্ল মুম্বা। টি-টোয়েন্টি সিরিজের দলকে নেতৃত্ব দিবেন সিকান্দার রাজা। এর আগে গেল মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পরাজিত হয়েছিল জিম্বাবুয়ে।
আগামী ৬ জানুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ। এরপর যথাক্রমে ৮ ও ১১ জানুয়ারি হবে সিরিজের পরের দুই ম্যাচ। ওয়ানডে সিরিজের পর ১৪, ১৬ ও ১৮ জানুয়ারি টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে জিম্বাবুয়ে। কলম্বোর একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ।
জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), সিকান্দার রাজা, রায়ান বার্ল, ফারাজ আকরাম, তিনশে কামুনহুকামওয়ে, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, তাকুদজওয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্দে, ওয়েলিংটন মাসাকাদজা, তাপিওয়া মুফাদজা, টনি মুনিওঙ্গা, রিচার্ড এনগারভা, ব্লেসিং মুজারাবানি এবং মিল্টন শুম্বা।
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেইগ আরভিন, রায়ান বার্ল, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, ক্লাইভ মাদান্দে, ওয়েলিংটন মাসাকাদজা, তাপিওয়া মুফাদজা, টনি মুনিওঙ্গা, তিনশে কামুনহুকামওয়ে, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারভা, ব্রায়ান বেনেট, আইন্সলে এনডলোভু এবং কার্ল মুম্বা।
আরও পড়ুন: ইতিহাস গড়া সফর শেষে দেশে ফিরলো শান্ত-লিটনরা
ক্রিফোস্পোর্টস/২জানুয়ারি২৪/এসএফ/এজে