Connect with us
ক্রিকেট

আইপিএলে খেলতে না পারার আফসোস তাসকিনের

তাসকিন আহমেদ। ছবি- সংগৃহীত

ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়ার ক্ষেত্রে অনেকটাই দুর্ভাগা টাইগার পেসার তাসকিন আহমেদ। এর আগে একাধিকবার ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পেয়েছেন তাসকিন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তির কারণে কোন ফ্র্যাঞ্চাইজির সাথেই আর চুক্তি পর্যন্ত আগাননি তিনি।

এবারও একইকারণে আইপিএলের মিনি নিলামে নাম দিয়েও পরবর্তীতে নাম প্রত্যাহার করে নেন তাসকিন। বিসিবির গৃহীত সিদ্ধান্ত নিয়ে এই পেসারের কোন আপত্তি না থাকলেও আইপিএলের মত বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে না পারা নিয়ে যে তাসকিনেরও আফসোস কাজ করে সেটাই জানান তিনি।

ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতে পারা অধিকাংশ ক্রিকেটারদের কাছেই স্বপ্নের মতো। বিশেষ করে আর্থিক দিক বিবেচনা করলে এসব লিগগুলোতে খেলার মাধ্যমে জাতীয় দলের থেকে আরও অনেক বেশি অঙ্কের অর্থ উপার্জন করা যায়। তাই তাসকিনের মত একজন পেসারের জন্য এমন সুযোগ হাত ছাড়া করাটা যে আর্থিকভাবে ক্ষতির তা বলাই যায়।

আইপিএলে খেলতে না পারা নিয়ে এই পেসারের অভিমত, ‘এ নিয়ে তৃতীয় বারের মত আইপিএলে খেলার সুযোগ এসেছিল, কিন্তু এবারও আর খেলা হচ্ছে না। একটু তো খারাপ লাগেই কারণ ক্রিকেটার হিসেবে এমন লিগে খেলার স্বপ্ন সবারই থাকে। আইপিএলই শুধুনা, আরও বিভিন্ন লিগ থেকেই আমি অফার পেয়েছি।’

বাংলাদেশের অন্যান্য পেসারদের মতো তাসকিনেরও ইনজুরিতে পড়ার প্রবণতা কিছুটা বেশি। জাতীয় দলের পেস আক্রমণের নেতৃত্ব ভারও তারই কাঁধে। তাই ইনজুরি এবং বাংলাদেশের হয়ে ব্যস্ত সূচী সব মিলিয়ে আইপিএলের মতো লম্বা সময়ের আসরে খেলে যাওয়াটা তাসকিনের জন্য চ্যালেঞ্জিংই বটে।

তাসকিন এ প্রসঙ্গে বলেন, ‘বিসিবি আমাকে যে ছাড়পত্র দিতে চায় না তার একাধিক কারণ রয়েছে। খেলা এবং স্বাস্থ্য ইস্যু হচ্ছে এর মধ্যে দু’টি মেজর কারণ। এবারও আইপিএলে খেলার বিষয়ে বিসিবিকে জানিয়েছিলাম, তারা বলেছেন বিবেচনা করে দেখবেন। কিন্তু সত্যি বলতে এমন সব লিগ মিস করতে আমারও ভালো লাগে না। সবারই খেলার ইচ্ছে থাকে, আমারও থাকে। আশা করি, ভবিষ্যতে আবারও খেলার সুযোগ পাব।’

আরও পড়ুন: ২০২৪ সালে ক্রিকেটে বাংলাদেশের যত খেলা, পূর্ণাঙ্গ সময়সূচি 

ক্রিফোস্পোর্টস/০২জানুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট