গেল বছরের অক্টোবরেই বার্মিংহ্যাম সিটির কোচের পদে আসিন হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ইংলিশ তারকা ফুটবলার ওয়েইন রুনি। টেবিলের ছয় নম্বর থেকে আরও উন্নতির জন্যই এই ইংলিশ তারকাকে দায়িত্বে বসায় ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু রুনির অধীনে আরও দুর্দশায় অবনমিত হতে হতে বার্মিংহ্যাম সিটি পয়েন্ট টেবিলে বর্তমানে ২০ নম্বরে অবস্থান করছে।
রেলিগেশন অঞ্চল থেকে মাত্র ৬ পয়েন্ট উপরে অবস্থান করছে ক্লাবটি। ফলাফল ওয়েইন রুনিকে বরখাস্ত করেছে বার্মিংহ্যাম। প্রায় সাড়ে তিন বছরের চুক্তি করলেও পুরো তিন মাসও ক্লাবে টিকতে পারলেন না এই ইউনাইটেড কিংবদন্তি৷ ফলে ১৫ ম্যাচ দায়িত্ব পালনের পরই চাকরি হারাতে হলো। তথ্যটি আজই (মঙ্গলবার) নিশ্চিত করেছে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশীপের ক্লাবটি।
রুনির অধীনে খেলা ১৫ ম্যাচের মধ্যে ৯ টিতেই হারের মুখ দেখতে হয়েছে ক্লাবটিকে, ৪ টি ড্রয়ের বিপরীতে জয় এসেছে মাত্র ২ টি ম্যাচে। এক বিবৃতির মাধ্যমে ক্লাব কর্তৃপক্ষ জানায়, ‘কোচ ওয়েইন রুনি এবং প্রথম দলের কোচ কার্ল রবিনসনকে বরখাস্ত করেছে বার্মিংহ্যাম সিটি। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেলেও ক্লাবের জন্য প্রত্যাশিত ফল তারা এনে দিতে পারেননি। তাই আমাদের বোর্ডও মনে করেছে ফুটবল ক্লাবের স্বার্থে ক্লাব ম্যানেজারের দায়িত্বে পরিবর্তন দরকার।’
বার্মিংহ্যামের আগে মেজর লিগ সকার ক্লাব ডিসি ইউনাইটেডের কোচ ছিলেন রুনি। সেখান থকে পদত্যাগের পর জন ইউসটেস এর থেকে দায়িত্ব নিয়েছিলেন তিনি। ওয়েইন রুনি চুক্তির সাড়ে তিন বছরের মধ্যে তিন মাসও পার করতে পারলেন না। এমএলএস ক্লাব ডিসি ইউনাইটেডের আগে ডার্বি কাউন্টিতে ১৭ মাস কোচিং করিয়েছেন তিনি।
আরও পড়ুন: লিভারপুলের পর এবার আফ্রিকা জয়ে চোখ মোহাম্মদ সালাহর
ক্রিফোস্পোর্টস/০২জানুয়ারি২৪/এমএস/এমটি