Connect with us
ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৪: একনজরে সকল দলের স্কোয়াড

২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

চলতি মাসের ১৯ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এই বিশ্বকাপে চার গ্রুপে ভাগ হয়ে মোট ১৬ টি দল অংশ নেবে। যুবাদের এই মেগা আসরটিতে এবার মোট ৪১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

এক নজরে বিশ্বকাপের ১৬ টি দলের স্কোয়াড

গ্রুপ-এ

বাংলাদেশ: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আদিল বিন সিদ্দিক, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, রাফি উজ্জামান রাফি, শেখ পারভেজ জীবন, রাহাতউদ্দৌল্লা বর্ষণ, ওয়াসি সিদ্দিকী, ইকবাল হাসান ইমন এবং মারুফ মৃধা।

ভারত: উদয় সাহারান (অধিনায়ক), আরশিন কুলকার্নি, আদর্শ সিং, রুদ্র ময়ুর প্যাটেল, প্রিয়াংশু মোলিয়া, শচীন দাশ, মুশির খান, আরেভেলি অবনীশ রাও, সৌমি কুমার পান্ডে, ইন্নেশ মহাজন, মুরুগান অভিষেক, আরাধ্যা শুক্লা, রাজ লিম্বানি, ধানুশ গৌড়া এবং নমন তিওয়ারি।

আয়ারল্যান্ড: ফিলিপ লে রক্স (অধিনায়ক), ম্যাকদারা কসগ্রেভ, হ্যারি ডায়ার, কিয়ান হিলটন, রায়ান হান্টার, ড্যানিয়েল ফোরকিন, ফিন লুটন, স্কট ম্যাকবেথ, কারসন ম্যাককালো, জন ম্যাকন্যালি, জর্ডান নিল, ম্যাথু উইলসন, অলিভার রিলি, গ্যাভিন রউলস্টন এবং রিতুব উইলসন।

যুক্তরাষ্ট্র: ঋষি রমেশ (অধিনায়ক), আমোঘ আরেপল্লী, রায়ান ভাগানি, খুশ ভালালা, প্রণনভ চেট্টিপালায়ম, আরিয়ান বাত্রা, আর্য গর্গ, সিদ্ধার্থ কাপা, ভব্য মেহতা, অরিন নাদকার্নি, উৎকর্ষ শ্রীবাস্তব, মানব নায়ক, পার্থ প্যাটেল, আর্যমান সুরি এবং অতেন্দ্র সুবেন্দ্র।

গ্রুপ-বি

দক্ষিণ আফ্রিকা: ডেভিড টিগার (অধিনায়ক), জুয়ান জেমস, মার্টিন খুমালো, এসোসা আইহেভবা, কুয়েনা মাফাকা, দেওয়ান মারিয়াস, নকোবানি মোকোয়েনা, রোমাশান পিলে, রিলি নর্টন, সিফো পোটসানে, রিচার্ড সেলতসওয়ানে, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, অলিভার হোয়াইটহেড, এনটান্ডো জুমা এবং স্টিভ স্টল।

ইংল্যান্ড: বেন ম্যাককিনি (অধিনায়ক), লুক বেনকেনস্টাইন, চার্লি অ্যালিসন, ফারহান আহমেদ, তাজিম আলী, চার্লি বার্নার্ড, জ্যাক কার্নি, সেবাস্টিয়ান মরগান, জেডন ডেনলি, এডি জ্যাক, ডমিনিক কেলি, হেডন মাস্টার্ড, হামজা শেখ, নোয়া থাইন এবং থিও ওয়াইলি।

ওয়েস্ট ইন্ডিজ: স্টিফান প্যাসকেল (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, নাথান সিলি, মাভেন্দ্র ডিন্ডিয়াল, নাথান এডওয়ার্ড, তারিক এডওয়ার্ড, জোশুয়া ডর্ন, রিওন এডওয়ার্ডস, দেশান জেমস, ডেভনি জোসেফ, রেনিকো স্মিথ, জর্ডান জনসন, ইসাই থর্ন, স্টিভ ওয়েডারবার্ন, আদ্রিয়ান উইয়ার।

স্কটল্যান্ড: ওয়েন গোল্ড (অধিনায়ক), উজাইর আহমেদ, লোগান ব্রিগস, হ্যারি আর্মস্ট্রং, জেমি ডাঙ্ক, বাহাদার এসাখিয়েল, ররি গ্রান্ট, আদি হেগডে, ইব্রাহিম ফয়সাল, ম্যাকেঞ্জি জোন্স, কাসিম খান, ফারহান খান, নিখিল কোটিস্বরণ, রুয়ারিদ ম্যাকইনটায়ার এবং অ্যালেক প্রাইস।

গ্রুপ-সি

অস্ট্রেলিয়া: টম ক্যাম্পবেল, লাচলান আইটকেন, চার্লি অ্যান্ডারসন, হারকিরাত বাজওয়া, মাহলি বিয়ার্ডম্যান, হ্যারি ডিক্সন, রায়ান হিকস, স্যাম কনস্টাস, রাফায়েল ম্যাকমিলান, টম স্ট্রেকার, ক্যালাম ভিডলার, আইডান ও’কনর, হারজাস সিং, কোরি ওয়াসলি, হাগ ওয়েবজেন।

জিম্বাবুয়ে: ম্যাথিউ শোনকেন (অধিনায়ক), নাথানিয়েল হ্লাবাঙ্গানা, পানশে তারুভিঙ্গা, রনক প্যাটেল, রায়ান কামওয়েম্বা, ব্রেন্ডন সুঙ্গুরো, ক্যাম্পবেল ম্যাকমিলান, ক্যাল্টন তাকাউইরা, আনেসু কামুরিও, ম্যাশফোর্ড শুঙ্গু, নিউম্যান ন্যামহুরি, কোহল একস্টিন, পানশে গোতিরিঙ্গা, মুনাশে চিমুসোরো এবং শন জাকাতিরা।

নামিবিয়া: অ্যালেক্স ভলশেঙ্ক (অধিনায়ক), গেরহার্ড জানসে ভ্যান রেনসবার্গ, জেডব্লিউ ভিসাগি, বেন ব্রাসেল, হ্যান্সি ডি ভিলিয়ার্স, জ্যাক ব্রাসেল, হেনরি ভ্যান উইক, জাচিও ভ্যান ভুরেন, নিকো পিটার্স, ওয়াউটি নিহাউস, পিডি ব্লিগনাট, ফাফ ডু প্লেসিস, হ্যানরোস্ট, জুনিয়র কারিতা এবং রায়ান মফেট।

শ্রীলঙ্কা: এখনও ঘোষণা করা হয়নি।

গ্রুপ-ডি

নিউজিল্যান্ড: অস্কার জ্যাকসন (অধিনায়ক), ম্যাসন ক্লার্ক, স্যাম ক্লোড, রহমান হেকমত, টম জোন্স, জ্যাক কামিং, জেমস নেলসন, স্নেহিত রেড্ডি, ম্যাট রো, ইওয়াল্ড শ্রেউডার, অ্যালেক্স থম্পসন, রায়ান সোরগাস, লাচলান স্ট্যাকপোল, অলিভার তেওয়াতিয়া এবং লুক ওয়াটসন।

পাকিস্তান: সাদ বেগ (অধিনায়ক), আলী আসফান্দ, আলী রাজা, আহমদ হাসান, হারুন আরশাদ, আমির হাসান, আরফাত মিনহাস, আজান আওয়াইস, খুবাইব খলিল, মোহাম্মদ জিশান, নাভিদ আহমেদ খান, শাহজাইব খান, মুহাম্মদ রিয়াজুল্লাহ, শামিল হোসেন এবং উবায়েদ শাহ।

আফগানিস্তান: এখনও ঘোষণা করা হয়নি।

নেপাল: এখনও ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: বিপিএল ২০২৪ : প্লেয়ার্স ড্রাফট শেষে কে কোন দলে 

ক্রিফোস্পোর্টস/০২জানুয়ারি২৪/এমটি 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট