ব্রাজিল সমর্থকরা আশা করেছিলেন কোপা আমেরিকার আগেই অ্যানচেলত্তিকে দেখা যাবে ব্রাজিলের ডাগআউটে। বাজে সময় পার করতে থাকা দলের জন্য বয়ে আনবেন সৌভাগ্য। তবে শেষ পর্যন্ত আর তেমনটি ঘটেনি। ব্রাজিলে আসার সম্ভাবনা উড়িয়ে দিয়ে রিয়াল মাদ্রিদেই নিজের চুক্তি নবায়ন করেছেন অ্যানচেলত্তি। এবার তিনি মুখ খুললেন ব্রাজিলে না আসার কারণ নিয়ে।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সব থেকে সফল ম্যানেজার বলা হয়ে থাকে তাকে। সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দায়িত্ব পালন করে চার বারই দলকে শিরোপা জেতানোর নজির রয়েছে তার। ক্লাব পর্যায়ে দল গুলোকে এনে দিয়েছেন নানা সাফল্য। সফলভাবে দল পরিচালনা করে পেয়েছেন ‘ডন কার্লো’ খ্যাতি। এমন কোঁচকে দলের সাথে যুক্ত করে নিজেদের ভাগ্য ফেরাতে চেয়েছিল ব্রাজিল।
গেল ২৯ ডিসেম্বর নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে অ্যানচেলত্তির সঙ্গে চুক্তি নবায়নের কথা নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। আগামী ২০২৬ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন এই ইতালিয়ান ট্যাকটিশিয়ান। আচমকা এমন সিদ্ধান্তে ব্রাজিলের ডাগআউটে অ্যানচেলত্তিকে যে আর দেখার সম্ভাবনা থাকছে না এমনটাই নিশ্চিত হয়ে যায়।
এর আগে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এডনানালদো কাজ করে যাচ্ছিলেন আনচেলত্তিকে দলে ভেড়ানোর জন্য। তবে গেল মাসেই দেশটির আদালতের সিদ্ধান্তে এডনানালদোকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরেই মূলত আনচেলত্তিকে দলে আনার প্রক্রিয়া থেমে যায়। ব্রাজিলের ডাগআউটে তাকে না পাওয়ার যে শঙ্কা জেগেছিল তাই শেষ পর্যন্ত সত্য হয়েছে।
তবে গতকাল মঙ্গলবার ব্রাজিলে না আসার বিষয়ে মুখ খুলেছেন কার্লো অ্যানচেলত্তি। রিয়াল মাদ্রিদের হয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানালেন, ‘শেষ পর্যন্ত আমি এখানেই থাকতে চেয়েছি। রিয়াল মাদ্রিদই আমার ক্যারিয়ারের শেষ ঠিকানা। অবশ্যই চুক্তি নবায়ন হওয়ায় আমি বেশ খুশি। মাদ্রিদের হয়ে আরও নতুন কিছু সফলতা অর্জন করতে চাই।’
ব্রাজিলের সঙ্গে চুক্তির বিষয়ে গর্ব করে অ্যানচেলত্তি বলেন, ‘ সবাই জানে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতির সাথে আমার যোগাযোগ হয়েছিল। আমাকে দলে নিতে তার আগ্রহ এবং প্রচেষ্টার জন্য তাকে ধন্যবাদ। এই বিষয়টি আমাকে গর্বিত করেছে।’ তবে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদকেই নিজের প্রথম পছন্দ হিসেবে দাবি করেন তিনি।
এর আগে ২০২১ সালে রিয়াল মাদ্রিদের সাথে তিন বছরের চুক্তি করেছিলেন আনচেলত্তি। যার মেয়াদ ছিল ২০২৪ সালের জুন পর্যন্ত। তবে উভয় পক্ষের সমঝোতায় চুক্তি আরও ২ বছর বাড়িয়ে নেওয়ায় ২০২৬ সাল পর্যন্ত লস ব্লাঙ্কোসদের সাথে থাকছেন তিনি। এতে করে এবার নতুন কোচের সন্ধান করতে হবে ব্রাজিলকে।
আরও পড়ুন: দলবদলের মার্কেটে দাম কমার শীর্ষ দশে নেইমার
ক্রিফোস্পোর্টস/০৩জানুয়ারি২৪/এসএফ/এজে