গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পরই বাংলাদেশের কোচিং বহরে যে পরিবর্তন আসতে যাচ্ছে তার আভাস আগেই মিলেছিল। বিশেষ করে বিশ্বকাপের শেষের দিকে হেড কোচসহ দুয়েক জন বাদে বাকিদের চুক্তির মেয়াদও শেষ হয়ে যায়। ফলে সেসব পদে নতুন কোচ নিয়োগ দিতে এবার বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোচিং বহরের মোট চারটি পদে কোচ নিয়োগ করবে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
গত বছরের বিশ্বকাপ শেষেই টাইগারদের দায়িত্ব ছেড়ে দেন কোচিং প্যানেলের কয়েকজন সদস্য। এদের মধ্যে আছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড এবং ভারতীয় ভিডিও অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রশেখর। পরে লংকান স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সাথেও চুক্তি শেষ হয়ে যাওয়ায় তার সাথেও আর নতুন চুক্তি করেনি বিসিবি। বিজ্ঞপ্তির মাধ্যমে এবার সেসব শূণ্যস্থান পূরণের কথাই জানিয়েছে বিসিবি।
সদ্য শেষ হওয়া টাইগারদের নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের হয়ে ফিটনেস কোচের দায়িত্বে থাকা নিক লি’র বদলেও নতুন কাউকে খুঁজছে বোর্ড। বিসিবি জাতীয় দলের জন্য ব্যাটিং এবং বোলিং কোচের জন্যও সন্ধানে আছে। তবে বিসিবির বিজ্ঞপ্তিতে স্পিন বোলিং কোচের কথা উল্লেখ করা হয়নি।
অপরদিকে, বাংলাদেশের হয়ে সবশেষ নিউজিল্যান্ড সফরে অ্যানালিস্ট হিসেবে ছিলেন মহসিন শেখ। তখন বলা হয়েছিল যে, ভালো করতে পারলে মহসিন শেখকেই স্থায়ীভাবে দায়িত্ব অর্পণ করবে ক্রিকেট বোর্ড। কিন্তু পরে জানা গেল, তার পদেও নতুন কাউকে নিয়োগ দিতে চায় তারা। এ সকল পদে আগ্রহীদের আগামী ২০ জানুয়ারীর মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে বিসিবি।
আরও পড়ুন: ২০২৪ সালে ক্রিকেটে বাংলাদেশের যত খেলা, পূর্ণাঙ্গ সময়সূচি
ক্রিফোস্পোর্টস/০৩জানুয়ারি২৪/এমএস/এমটি