চলতি বছরের অক্টোবরে নারী সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশের নারীদের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করার প্রস্তুতি হিসেবে বড় দলগুলোর সাথে খেলানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারই অংশ হিসেবে আর্জেন্টিনা নারী ফুটবল দলকে বাংলাদেশ আনার উদ্যোগ নেবে বাফুফে।
আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার উদ্যোগের ব্যাপারে কয়েকদিন আগেই জানিয়েছিলেন বাফুফের নারী উইয়েংর চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। তবে তাদেরকে বাংলাদেশে আনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে অর্থ। যদি স্পন্সর পাওয়া যায় তাহলেই তাদেরকে বাংলাদেশে আনা যাবে।
স্পন্সরের খোজে ইতোমধ্যে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে বাফুফে। এ বিষয় মাহফুজা আক্তার বলেন, ‘ঢাকায় একটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে। তারা জানতে চেয়েছিল আমরা (বাফুফে) কী কী করতে পারবো। আমরা তাদের জানিয়েছি, আর্জেন্টিনা নারী দল ঢাকায় খেলতে আসলে আমরা তাদের থাকা এবং খাওয়ার খরচ বহন করবো।’
থাকা এবং খাওয়ার খরচ ব্যতীত বিমানের টিকিট থেকে শুরু করে অন্যান্য যেসব খরচ হবে সেগুলো স্পন্সর প্রতিষ্ঠানকে বহন করবে বলে জানিয়েছেন এই নারী কর্মকর্তা।
সাফের আয়োজক দেশের নাম এখনও ঘোষিত হয়নি। তবে বাংলাদেশের সাফ আয়োজন করার সম্ভাবনাই বেশি। সাফের আগে প্রস্তুতি হিসেবেই বড় দলের বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ। আর র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৪০ নম্বরে যেখানে আর্জেন্টিনার র্যাঙ্কিং ৩১। তাই সাফের আগে নিজেদেরকে ভালোভাবে ঝালিয়ে নিতে পারবে মেয়েরা৷
আর্জেন্টিনা বাংলাদেশে আসলে তাদের বিপক্ষে ২ টি ম্যাচ খেলবে সাবিনারা। এছাড়া সৌদি আরবের সাথেও খেলার কথা ছিল বাংলাদেশের। তবে তাদের ব্যস্ত সূচি থাকায় আসিয়ান অঞ্চলের অন্যান্য দেশের সাথে যোগাযোগ চালাচ্ছে বাফুফে।
আরও পড়ুন: পেলে কেন ইউরোপের ক্লাবে খেলেননি?
ক্রিফোস্পোর্টস/০৩জানুয়ারি২৪/এমটি