Connect with us
ফুটবল

চীনে রোনালদোর ম্যাচকে ঘিরে ঘণ্টাখানেকেই সব টিকিট বিক্রি শেষ

All tickets sold out within hours of Ronaldo's match in China
রোনালদোর চীন সফরকে কেন্দ্র করে টিকেট কিনতে আগ্রহের কমতি ছিল না চীনা ভক্তদের। ছবি- সংগৃহীত

চীনের দু’টি ক্লাবের সাথে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসেরের প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। সেই ম্যাচ দু’টিকে কেন্দ্র করে অনলাইনে টিকিট ছাড়ার ঘন্টাখানেকের মধ্যেই শেষ হয়ে গেছে সব টিকিট। এমনটাই জানিয়েছে ম্যাচগুলোর আয়োজক সূত্র।

চলতি মাসেই শেষের দিকে সৌদি আরবের ক্লাব আল নাসেরের চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের দুইটি ক্লাবের সাথে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। ম্যাচ দু’টিতে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোরও খেলার কথা রয়েছে। সাংহাই সিনহুয়ার বিপক্ষে ম্যাচটি হবে ২৪ জানুয়ারী এবং ঝেইজাং এফসির বিপক্ষে ম্যাচটি ২৮ জানুয়ারী খেলতে মাঠে নামবে সৌদি ক্লাবটি।

এমনিতেই এশিয়ার দেশটিতে ফুটবল নিয়ে উন্মাদনা অনেক আগে থেকেই। তার উপর রোনালদোর চীন সফরকে কেন্দ্র করে টিকেট কিনতে আগ্রহের কমতি ছিল না তার চীনা ভক্তদের। গতকাল (বুধবার) স্থানীয় সময় সকাল ১১:০০ টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। সেদিনই সন্ধ্যার মধ্যে সবগুলো প্লাটফর্মেই টিকিট শেষ হয়ে গেছে বলে জানায় আয়োজকেরা।

বেশ কিছু গণমাধ্যমের রিপোর্ট থেকে জানা গেছে, সাধারণ আসনের পাশাপাশি সবচেয়ে বেশি দামি দুই ক্যাটাগরীর টিকেটও কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায়। টিকেট না পাওয়া অনেক সমর্থককেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। যদিও টিকিট পাওয়া অনেক সৌভাগ্যবান সমর্থককেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

গত বছর চীনের বেইজিংয়ে ওয়ার্কার্স স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন লিওনেল মেসি। ২-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে মাত্র ৭৯ সেকেন্ডেই গোল পান মেসি। সেই ম্যাচটিতেও স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল।

আরও পড়ুন: ফিফা বর্ষসেরা স্কোয়াডের তালিকা প্রকাশ, কারা পেলেন স্থান? 

ক্রিফোস্পোর্টস/০৪জানুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল