Connect with us
ক্রিকেট

সেই চেনা মাঠ থেকে আবার শিরোপা আনতে কাল দেশ ছাড়বে রাব্বীরা

CRIFO WORLD CUP U-19
২০২০ বিশ্বকাপের শিরোপা জয়ই বর্তমান দলের অনুপ্রেরণা। ছবি- সংগৃহীত

২০২০ যুব বিশ্বকাপের শিরোপা জয় দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয় বাংলাদেশ যুবদল। মাঝে একটি আসরে সেভাবে আলো ছড়াতে পারেনি জুনিয়র টাইগাররা। তবে এবারের আসর নিয়ে আবারও স্বপ্ন দেখছে ক্রিকেটাঙ্গন। কেননা এশিয়া কাপের শিরোপা জয় করে নিজেদের সক্ষমতা জানিয়েছে মাহফুজুর রহমান রাব্বীর দল।

২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা পুনরুদ্ধার করতে চায় বাংলাদেশ। ঘোষিত ওই দল আজ মিরপুরে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নিয়েছে। সেখানে হারানো শিরোপা ফিরে পাওয়ার কথা জানান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বী।

এর আগে ২০২০ সালে যে দক্ষিণ আফ্রিকার মাটি থেকে শিরোপা জিতেছিল বাংলাদেশ, এবারের আসরও বসছে সেই আফ্রিকার মাটিতে। তাই চেনা মাঠ, চেনা উল্লাসের ডাগআউটে আবারও লাল-সবুজের পতাকা ওড়াতে চান সাকিব-তামিম-মুশফিকদের উত্তরসূরীরা। আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বিশ্বকাপের মূল টুর্নামেন্ট। পরদিন ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে যুব টাইগাররা। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ১৬ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ১১ ফেব্রুয়ারি।

অনুধর্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে রবিবার (৭ জানুয়ারি) রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়বে আরিফুল-রাব্বীরা। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সেখানে প্রায় দুই সপ্তাহ সময় পাবে জুনিয়র টাইগাররা। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ আছে বাংলাদেশের। এর আগে ঘরের মাঠে ৫ দিনের ক্যাম্প করেছে যুব এশিয়া কাপ চ্যাম্পিয়নরা।

গত ১ জানুয়ারি বিশ্বকাপের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ দল: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রাফিউজ্জামান রাফি, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন, ওয়াসি সিদ্দিক, মারুফ মৃধা।

স্ট্যান্ড বাই: নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ, একান্ত শেখ।

আরও পড়ুন: ক্যারিয়ারের শেষ ইনিংসেও ঝলমলে ওয়ার্নার, ধবল ধোলাই পাকিস্তান

ক্রিফোস্পোর্টস/০৬জানুয়ারি২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট