অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে খেলেননি দলের মূল পেসার শাহীন শাহ আফ্রিদি। দলের সবচেয়ে নির্ভরযোগ্য পেসারকে ছাড়া পাকিস্তানও শেষ ম্যাচটি হেরে গিয়ে হোয়াইটওয়াশ হয়েছে। যদিও আগেই টানা ২ ম্যাচ হেরে গিয়ে সিরিজ খুইয়েছে ম্যান ইন গ্রিনরা। তবে অনেকেই ধারণা করছেন, আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে নিজেকে প্রস্তুত করতেই শেষ ম্যাচ থেকে বিশ্রাম নিয়েছে শাহীন। আর টেস্টকে রেখে টি-টোয়েন্টিকে অত্যধিক গুরুত্ব দেয়ায় শাহীনকে নিয়ে সমালোচনা করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
আগেই সিরিজ হারায় শেষ ম্যাচের গুরুত্ব তুলনামূলকভাবে কিছুটা কমই ছিল। তবে অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরই টেস্ট ম্যাচে হারানোর বিষয়টা কোনো কিছুর থেকে কম গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এখানেই আফ্রিদির ওপরে চটেছেন ওয়াসিম। তিনি মনে করেন, শাহীন সিডনি টেস্ট কে অতোটা গুরুত্ব সহকারে নেয়নি।
এ প্রসঙ্গে ওয়াসিম আকরাম বলেন, ‘টেস্ট সিরিজের পরই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে পাকিস্তানের। সে ম্যাচে নতুন নেতৃত্ব পাওয়া শাহীন আফ্রিদির অধীনে প্রথম খেলতে নামবে পাকিস্তান। কিন্তু তারা যে টেস্টকে রেখে টি-টোয়েন্টিকে বেশি প্রাধান্য দিচ্ছে, এই বিষয়টিই আমার কাছে হাস্যকর মনে হয়েছে। আমি জানি যে বিনোদনের পাশাপাশি বোর্ড এবং ক্রিকেটারদের আর্থিক লাভের জন্য এটি গুরুত্বপূর্ণ। তবে খেলোয়াড়দের এটিও মাথায় রাখতে হবে যে, টেস্ট ক্রিকেটটাই ক্রিকেটের শেকড় এটাই আসল। এটি ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল না, এটি ছিল শাহীনের সিদ্ধান্ত।’
যদিও ম্যাচের আগে টেস্ট কাপ্তান শান মাসুদের হাত নিজের কাঁধেই পেয়েছিলেন শাহীন শাহ আফ্রিদি। অধিনায়ক বলেছিলেন, ‘বর্তমান সময়ে সবচেয়ে বেশি ওভার বল করা বোলারদের মধ্যে শাহীন অন্যতম। সে ট্রেনিংয়ের সময়ও সবচেয়ে বেশি শ্রম দেয়। সে আমাদের দলের প্রধান খেলোয়াড়। একই সাথে দলের অন্য ক্রিকেটারদেরও সে অনুপ্রেরণা হিসেবে কাজ করে থাকে। শাহীনের নিজেকে যত্ন নেয়ার বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে।’
আরও পড়ুন: হোয়াইটওয়াশটা অন্তত আমাদের প্রাপ্য ছিল না: হাফিজ
ক্রিফোস্পোর্টস/৬জানুয়ারি২৪/এমএস/এমএ