সন্দ্বীপ লামিচানেকে এবার জাতীয় দল থেকে বহিষ্কার করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এই তারকা ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি কোনো ঘরোয়া লিগেও খেলতে পারবে না।
এরআগে এক কিশোরীকে ধর্ষণ মামলায় আট বছরের কারাদণ্ড এবং তিন লাখ নেপালি রুপি জরিমানার নির্দেশ দিয়েছিল আদালত। একই সাথে ভুক্তভোগী কিশোরীকে আরও দুই লাখ রুপিও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ক্রিকেট এ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) সভাপতি চাতুল বাহাদুর চাঁদ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সন্দ্বীপ লামিচানে যেকোনো ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার হয়েছে। কারণ, সে দণ্ডপ্রাপ্ত আসামি।’
অপরদিকে, দণ্ডপ্রাপ্ত লামিচানের আইনজীবী সরোজ ঘিমির জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আবেদন করবেন।
কিছুদিন আগে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিলেন কাঠমান্ডু জেলা আদালত। গতকাল ওই মামলায় তাকে আট বছরের কারাদণ্ড দেন আদালত।
এর আগে, ২০২২ সালের ২১ আগস্ট তিলগঙ্গা হোটেলে ভুক্তভোগীকে ধর্ষণের অভিযোগ ওঠে লামিচানের বিরুদ্ধে।
উল্লেখ্য, লামিচানে বর্তমানে জেলহাজতে নেই। এমনকি গতকাল রায় দেওয়ার সময়ও আদালতে ছিলেন না তিনি।
আরও পড়ুন: রশিদবিহীন আফগানিস্তানকে ৬ উইকেটে হারাল ভারত
ক্রিফোস্পোর্টস/১২ জানুয়ারি ২৪/এমএ