সম্প্রতি লিওনেল মেসির ২০২১ ব্যালন ডি’অর জয়কে ঘিরে নতুন অভিযোগ সামনে এনেছে লা মুন্ডে। তাদের অভিযোগ, ২০২১ সালে মেসিকে ব্যালন ডি’অর জেতাতে মেসির তৎকালীন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের নিকট বিশেষ সুপারিশ করেছিল। এতে আরও বলা হয়েছে, মেসির প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়ের পরও তার জন্য ভোটকে প্রভাবিত করার চেষ্টা ছিল পিএসজির।
২০২১ সালে স্প্যানিশ জায়ান্ট বার্সার হয়ে কোপা দেল রে জয়ের পাশাপাশি আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারে প্রথম বারের মত কোপা আমেরিকা জেতেন মেসি। যেটি আবার জাতীয় দলের হয়ে তার প্রথম শিরোপা জয়ও। আসরের সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্ট সেরাও মেসিই হন। এরপরেও তার ব্যালন ডি’অর জয় নিয়ে তুমুল বিতর্ক থেকে গেছে।
লা মুন্ডের প্রতিবেদন থেকে জানা যায়, পিএসজির কর্মকর্তারা প্যাসকেল ফেরেকে (ব্যালন ডি’অর পুরস্কারের সমন্বয়ক এবং ফ্রান্স ফুটবলের প্রধান সম্পাদক) নানা ভাবে প্রভাবিত করার চেষ্টা চালিয়েছিলেন। ফেরেকে পিএসজি বিভিন্ন উপহার এবং সুযোগ-সুবিধা প্রদান করার মাধ্যমে প্রভাবিত করতে চেয়েছিল বলে অভিযোগ আছে।
অনেক রাজনীতিবীদ, সাংবাদিক, বিভিন্ন মন্ত্রীসভা বা প্রেসিডেন্সিয়াল কমিটির সদস্যরা মেসিকে ভোট দেয়ার শর্ত হিসেবে ক্লাবটির টিকিট চেয়ে নাকি আবেদন করেছিলেন। পিএসজির তৎকালীন প্রধান জনসংযোগ কর্মকর্তার কাছে এমন সব আবেদন করা হয়েছিল। তবে জন-মার্শিয়াল রাইবস নামের সেই কর্মকর্তা এতে সম্মতি জানিয়েছিলেন কি না তা এখন পর্যন্ত জানা যায়নি। বর্তমানে পুরো বিষয়টি নিয়েই তদন্ত চলমান রয়েছে।
এদিকে পিএসজির বিপক্ষে আরও অভিযোগ আছে, ২০২০ সালের ব্যালন ডি’অরেও নাকি মেসিকে জেতাতে প্রভাব বিস্তার করেছিল ফরাসি ক্লাবটি। এর অংশ হিসেবে প্যাসকেল ফেরেকে ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে অনুষ্ঠিত একটি ম্যাচের টিকিট দেয়া হয়েছিল। এমনকি ম্যাচটির জন্য ফেরেকে বিশেষ ফ্লাইটের দ্বারা বরুশিয়া ডর্টমুন্ডের মাঠেও নিয়ে যাওয়া হয়।
তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত নিশ্চুপ পিএসজি এবং ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ। পুরো বিষয়টিই এখন তদন্তাধীন রয়েছে।
আরও পড়ুন: ম্যানসিটিতে যোগ দিতে শর্ত জুড়ে দিলেন নতুন মেসিখ্যাত এচেভেরি
ক্রিফোস্পোর্টস/০৭জানুয়ারি২৪/এমএস/এমটি