গুঞ্জনই যেন এবার সত্য হচ্ছে। নানা নাটকিয়তার পর আনচেলত্তিকে ডাগআউটে ভেড়াতে না পেরে এখন ঘরের ছেলের দিকে হাত বাড়িয়েছে ব্রাজিল। দরিভাল ব্রাজিলের ক্লাব সাও পাওলোর প্রধান কোচ ছিলেন। সেখানে তার চুক্তির মেয়াদ বাকি থাকলেও জাতীয় দলের কোচ হওয়ার লক্ষ্যে এবার সমঝোতার ভিত্তিতে সাও পাওলো থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দরিভাল।
গেল বেশ কিছু মাস যাবত অস্থিরতা বিরাজ করছে ব্রাজিল ফুটবলে। মাঠে দলের ধারাবাহিক ব্যর্থতার পর অনিয়মের দায়ে ফুটবল ফেডারেশনের সভাপতি এডনালদো রদ্রিগেজকে তার পদ থেকে সরিয়ে দিয়েছিল দেশটির আদালত। এতে করে ভেস্তে যায় স্বপ্নের কোচ আনচেলত্তিকে ডাগআউটে দেখার সেলেসাও ভক্তদের আশা। ফারনান্দো দিনিজকে অব্যাহতি দিয়ে নতুন কোচ সন্ধানে মনোনিবেশ করে ব্রাজিল।
তবে দেশের বাইরে খুঁজতে হয়নি নেইমার-ভিনিসিয়াসদের নতুন কোচকে। ঘরেই খুঁজে পাওয়া গেছে ব্রাজিল ফুটবলে আপাতত স্বস্তির নাম দরিভাল জুনিয়রকে। ব্রাজিল ফুটবলের সাথে দরিভালের যুক্ত হওয়ার বিষয়টি রয়টার্সসহ বিভিন্ন বিশ্বস্ত গণমাধ্যম দাবি করলেও এবার স্বয়ং দরিভাল নিজেই বিষয়টি সামনে নিয়ে আসলেন। আজ সকালে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে করা এক পোস্টে সাও পাওলো থেকে নিজের সরে দাঁড়ানোর কথা নিশ্চিত করেন তিনি।
এর আগে গতকাল মধ্যরাতে সাও পাওলো নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক বিবৃতি দিয়ে দরিভালের বিদায় নিশ্চিত করে। যেখানে তারা উল্লেখ করে ব্রাজিলের প্রধান কোচ হওয়ার উদ্দেশ্যে বরখাস্তের অনুরোধ করায় দরিভালকে বিদায়ের ঘোষণা দিয়েছেন তারা। যদিও চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাও পাওলোর সাথে চুক্তি ছিল দরিভালের।
এদিকে ব্রাজিল ফুটবলের বিখ্যাত সূত্র ‘ও গ্লোবো’ পত্রিকা জানিয়েছিল সিবিএফের সভাপতি এডনালদো নিজেই দরিভালের সাথে যোগাযোগ করেছেন। দুই পক্ষের আলোচনাও ফলপ্রসূ হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী বুধবারের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে। জানা যায় দরিভালকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে সাও পাওলোকে দুই মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিবে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
৬১ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের কোচিং অধ্যায় প্রায় ২২ বছরের। দীর্ঘ এই কোচিং ক্যারিয়ারে দরিভাল সাও পাওলো, সান্তোস, ফ্লুমিনেন্স, ফ্ল্যামেঙ্গো, পালমেইরাসসহ ব্রাজিলের প্রায় সব শীর্ষ ক্লাবের ডাগআউটে ছিলেন। এবার নতুন মঞ্চে পুরনো ভূমিকায় দেখা যাবে তাকে। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই সেলেসাও শিবিরে দেখা যাবে দরিভালকে।
আরও পড়ুন: নেইমার-ভিনিদের কোচ হওয়ার দৌড়ে যিনি সবচেয়ে এগিয়ে
ক্রিফোস্পোর্টস/০৮জানুয়ারি২৪/এসএফ/এমটি