গত ওয়ানডে বিশ্বকাপে সাকিবের নেতৃত্বে বাংলাদেশ দল ছিল ব্যর্থতায় পরিপূর্ণ। অবশ্য বিশ্বকাপের আগেই সাকিব ঘোষণা দিয়েছিলেন বিশ্বকাপের পর তিনি আর নেতৃত্বে থাকবেন না। মাস দুয়েক আগে বিশ্বকাপ শেষ হলেও অধিনায়কত্ব নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাননি এই অলরাউন্ডার। তাছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
চলতি বছরের জুনে মাঠে গড়াবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের মেগা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। চার-ছক্কার এই আসরে বাংলাদেশের নেতৃত্বে কে থাকবে, এই নিয়ে উঠেছে নানান প্রশ্ন। তবে এ বিষয়ে সাকিবও অনিশ্চিত। তিনি অধিনায়কত্বের সিদ্ধান্ত বোর্ডের ওপর ছেড়ে দিয়েছেন।
এ বিষয়ে সাকিব বলেন, ‘নেতৃত্বের বিষয়ে এখনও কোনো কথা হয়নি। তবে বোর্ডের সঙ্গে আলোচনা হবে। এরপর সবাই যেটা ভালো মনে করে, সে সিদ্ধান্তই নেয়া হবে।’
সাকিব নেতৃত্বে থাকবেন কিনা সে বিষয়ে তার আগ্রহ কম। এই অলরাউন্ডার প্রত্যাশা করেন নেতৃত্বে যেই থাকুক এই বিশ্বকাপে অনেক ভালো খেলবে বাংলাদেশ, ‘প্রতিবারই তো বেশি প্রত্যাশা থাকে। এবারও থাকবে। টি-টোয়েন্টি যেহেতু সম্প্রতি আমরা খুব ভালো খেলেছি। দলটা এখন ভালো ছন্দেও আছে। সবাই ভালো খেলছে। নিউজিল্যান্ডেও ভালো খেলেছে। প্রত্যাশা তো বেশি থাকবেই। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে খেলা হবে। আর এখানে হয়তো আমাদের ক্রিকেটটা বেশি মানানসই হবে এবং আমাদের সুযোগও আছে।’
সম্প্রতি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি-টোয়েন্টি জয় পেয়েছে টাইগাররা। তাছড়া ওয়ানডে ও টেস্ট সিরিজেও দারুণ নেতৃত্ব দিয়েছেন শান্ত। তাই ধারণা করা যায়, সাকিব না থাকলে হয়ত শান্তর কাধেই দেওয়া হবে নেতৃত্বাভার।
আরও পড়ুন: এবারও চ্যাম্পিয়ন হতেই মাঠে নামবে রংপুর: সাকিব
ক্রিফোস্পোর্টস/০৯জানুয়ারি২৪/এমটি