Connect with us
ক্রিকেট

বল টেম্পারিং কাণ্ড: ৬ বছর পর সুসংবাদ পেলেন স্মিথ

Steve Smith
স্টিভেন স্মিথ। ছবি- সংগৃহীত

মাইকেল ক্লার্কের বিদায়ের পর অস্ট্রেলিয়ার নেতৃত্বাভার দেওয়া হয় স্টিভেন স্মিথকে। দায়িত্ব কাধে নিয়ে অজিদের একের পর এক সাফল্য এনে দিয়েছিলেন এই ডানহাতি ব্যাটার। তবে ২০১৮ সালে বল টেম্পারিং কান্ডে দলের জায়গা ও অধিনায়কত্ব দুটোই হারান স্মিথ।

বল টেম্পারিংয়ের জন্য এক বছর নিষিদ্ধ ছিলেন স্মিথ। এরপর ২০১৯ সালের আগস্টে অ্যাশেজের মধ্য দিয়ে পুনরায় দলে ফেরেন। আর ফিরতি ম্যাচেই দুর্দান্ত এক সেঞ্চুরি হাকান এই তারকা ব্যাটার। পরবর্তীতে দলের জায়গা পাকাপোক্ত হলেও আর নেতৃত্বে ফেরা হয়নি তার।

নেতৃত্বে আসা না হলেও দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে গত বছর ভারত সফরে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার দায়িত্ব সামলেছেন স্মিথ। একইভাবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও অস্ট্রেলিয়ার নেতৃত্বাভার পাচ্ছেন এই তারকা।

চলতি মাসেই অস্ট্রেলিয়া সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। আর সিরিজে ২ টি টেস্ট, ৩ টি ওয়ানডে ও ৩ টি টি-টোয়েন্টি খেলবে দুল দুটো, যেখানে ওয়ানডে সিরজে বিশ্রামে থাকবেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। আর তার অনুপস্থিতিতেই দলকে নেতৃত্ব দেবেন স্মিথ।

এই সিরিজে আরও একটি গুরুদায়িত্ব পেতে যাচ্ছেন স্মিথ। কয়েকদিন আগেই টেস্ট দল থেকে অবসর নিয়েছেন ডেভিড ওয়ার্নার। আর তার জায়গায় ওপেনার হিসেবে দেখা যাবে এই ডানহাতি ব্যাটারকে। অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি এই তথ্যটি নিশ্চিত করেছেন।

অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড: স্টিভ স্মিথ (অধিনায়ক), ট্র্যাভিস হেড, শন অ্যাবট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ ইঙ্গলিস, মারনাস লাবুসচেন, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, ঝিয়ে রিচার্ডসন, ম্যাট শর্ট, অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন: বাদ পড়লেন রশিদ খান, দুর্বল হলো আফগানরা 

ক্রিফোস্পোর্টস/১০জানুয়ারি২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট