Connect with us
ফুটবল

ব্রাজিলের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত দরিভাল জুনিয়র

Dorival Junior
দরিভাল জুনিয়র। ছবি- সংগৃহীত

দরিভাল জুনিয়রই যে ব্রাজিলের সদ্য দায়িত্বপ্রাপ্ত কোচ তা আগেই জানা গেছে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের পর দরিভালের ক্লাব সাও পাওলোও তার বিদায়ের খবরটি নিশ্চিত করেছিল। এবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) থেকেও দরিভালকে নিয়োগ দানের বিষয়টি নিশ্চিত করা হলো। গতকাল (বুধবার) সিবিএফ এক ঘোষণার মাধ্যমে বিষয়টি প্রকাশ করে।

বিবৃতিতে ব্রাজিলের ফুটবল ফেডারেশন জানায়, আজ নেইমার-ভিনিসিয়ুসদের কোচ হিসেবে দরিভালকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়ার দিন। গত ২২ বছরে ২৫ টি ক্লাবের দায়িত্ব সামলানো দরিভাল তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব নিতে যাচ্ছেন। কিন্তু ঠিক কত দিনের জন্য তার দায়িত্ব তা এখনো নিশ্চিত করেনি সিবিএফ। তবে অন্তত ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত যে দরিভাল থাকছেন তা অনেকটাই নিশ্চিত। দায়িত্ব পেয়ে ৬১ বছর বয়সী দরিভালও বেশ উচ্ছ্বসিত।

নিজের ইন্সটাগ্রাম একাউন্টে এক পোস্টে এই ব্রাজিলিয়ান কোচ লেখেন, ‘ব্রাজিল জাতীয় দলের থেকে পাওয়া ডাক উপেক্ষা করা সম্ভব নয়। নিজের দেশ, দল এবং সমর্থকদের হয়ে লড়াই করার যে সুযোগ আমি পেয়েছি তা আমার জন্য সম্মানের। এটি আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতই। আশা করছি, এখান থেকেই সুন্দর একটি গল্পের শুরু হতে যাচ্ছে।’

ব্রাজিলের ফুটবলে ক্রাইসিস ম্যান হিসেবে দরিভালের সুপরিচিতি আছে। ইংলিশ প্রিমিয়ার লিগের অবনমনের দিকে থাকা ক্লাবগুলো যেমন পরিস্থিতির থেকে উত্তরণের জন্য স্যাম অ্যালারডাইস বা শন ডাইসের উপর ভরসা রাখে তেমনি ব্রাজিলিয়ান লিগের দলগুলোও নিজেদের দুঃসময়ে দরিভালের নিকট হাজির হয়। সান্তোসে থাকাকালীন নেইমারকে কোচিং করানোর পাশাপাশি ফ্লামেঙ্গো, সাও পাওলো, ফ্লুমিনেন্স, পালমেইরাসসহ ২৫ টি ব্রাজিলিয়ান ক্লাবের হেড কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার।

তরুণ হোক অথবা অভিজ্ঞ, সব ধরনের ফুটবলারদের ভালো ব্যবস্থাপনার জন্য তার ভালো খ্যাতি আছে। বড় দলকে কোচিং কীানের সাথে শিরোপা জিততেও পারদর্শী এই ব্রাজিলিয়ান। ২০২২ সালে ফ্লামেঙ্গো কঠিন সময়ে দায়িত্ব নিয়ে ক্লাবকে কোপা লিবার্তাদোরেস জিতিয়েছিলেন। এছাড়াও কোপা দা ব্রাজিল জিতেছেন। সাও পাওলোকে শিরোপা জিতিয়েছেন।

এর আগে দায়িত্বে থাকা তিতেকে নিয়োগের আগে দরিভালকে নিয়োগ দিতে চেয়েছিল সিবিএফ। কিন্তু পরে তা আর সম্ভবপর না হলেও তিতেকে বিদায়ের ১৩ মাস পর আবারও সেই দরিভালেরই দ্বারস্থ হতে হলো সিবিএফকে।

আরও পড়ুন: ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়ারের জানা-অজানা গল্প 

ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল