গত ওয়ানডে বিশ্বকাপে ব্যক্তিগত পারফরমেন্সের দিক দিয়ে বেশ সুখকর সময় কাটিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি হয়েছিলেন টুর্নামেন্টের সেরা প্লেয়ার। আর ভারতকে বিশ্বকাপে উড়ন্ত সূচনা এনে দিতে রোহিতের জুড়ি মেলা ভার ছিল। দলের প্রয়োজনে ব্যক্তিগত ইনিংস খুব একটা বড় করতে না পারলেও শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে গেছেন ভারত অধিনায়ক। এবার অসাধারণ ফর্মে থাকা এই দুই অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটারকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে দেখতে চাওয়ার প্রত্যাশা জানালেন ডি ভিলিয়ার্স।
এমনও গুঞ্জন শোনা গিয়েছিল যে, বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি থেকে বিদায় নেবেন এই দুই তারকা ক্রিকেটার। তবে এতদিনে সেসব বাতাসে উবে গেছে। কারণ লম্বা সময় টি-টোয়েন্টি দলের বাইরে থাকলেও ফের জাতীয় দলে ফিরেছেন তারা। এক বছরেরও বেশি সময় পর গতকাল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাঠে নামেন রোহিত। কোহলিও চলতি সিরিজের দলে রয়েছেন।
তাই বলাই যায়, আসন্ন বিশ্বকাপে ভারতের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় এই দুই অভিজ্ঞ বেশ ভালো মতই আছেন। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবিডি ভিলিয়ার্সও এই দু’জনকে দলে রাখার পক্ষেই মত দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগ এসএ২০ তে কথা বলার সময় এই সাবেক ব্যাটসম্যান বলেন, ‘বিরাট এবং রোহিত ফের দলে ফেরায় অনেক খুশি হয়েছি। দলে ফিরে আসায় আমি মোটেই অবাক হইনি। কারণ বিশ্বকাপ জিততে হলে তাদেরকে সেরা দলই বানাতে হবে।’
টি-টোয়েন্টি দলে কোহলির ফেরা প্রসঙ্গে ভিলিয়ার্স বলেন, ‘আমার মতে এটিই সঠিক সিদ্ধান্ত। আপনি বিশ্বকাপ জিততে চাইলে সেরা ক্রিকেটার দিয়েই আপনাকে দল সাজাতে হবে। কোহলি যথেষ্ট ফিট থাকলে তাকে খেলতেই হবে। কিছুটা বয়স হওয়ায় ক্যারিয়ারে দেখেশুনে আগাচ্ছে কি না, সেটি এখানে দেখার বিষয় হওয়া উচিত নয়। তবেএখানে তরুণদের বুঝতে হবে যে বিশ্বকাপের মত এত বড় আসর জিততে গেলে বিরাট-রোহিতের মত অভিজ্ঞদের দলে ভীষণ প্রয়োজন।’
এদিকে কিছু দিন আগে সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিংও এই একই সুরে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমার মনে হয়, রোহিত-কোহলি দু’জনকেই বিশ্বকাপ দলে প্রয়োজন হবে। তরুণদের সাথে সিনিয়রদের রাখা হলে দলীয় সমন্বয় তখনই ভালো হবে। ভারতীয় দলে এই দু’জনের এখনো যথেষ্ট উপযোগিতা আছে বলে আমার মনে হয়।’
আরও পড়ুন: কে হবেন পরবর্তী বিসিবি প্রধান, জানালেন পাপন
ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৪/এমএস/এমটি