মেসি নাকি রোনালদো, বর্তমান বিশ্বের সেরা ফুটবলার কে? অনেক আগেই ফুটবলের আলোচনার টেবিলে সবচেয়ে চর্চিত প্রশ্নের মর্যাদা পেয়েছে এটি৷ প্রায় দশকজুড়ে ফুটবল সম্পর্কিত আলোচনায় সবচেয়ে বেশি বাক-যু্দ্ধ হয়েছে মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্ব নিয়ে৷ অনেক ভক্তরাই মেসি-রোনালদোর নামের পাশে G.O.A.T (Greatest of all time) উপাধি দিয়ে থাকেন৷
তবে আবার অনেকেই মেসি কিংবা রোনালদোর বেলায় G.O.A.T শব্দটি বসাতে আপত্তি তোলেন৷ এ নিয়ে অবশ্য মাঠে দুই তারকা ফুটবলারের যতটা না দ্বৈরথ, তার চেয়ে বেশি বাক-যুদ্ধ দেখা যায় সমর্থকদের মধ্যে। তবে সব তর্কের উর্ধ্বে দুজনকেই অনেকে বসাতে চান ‘গ্রেটেস্ট অব অল টাইমে’র চেয়ারে। কিন্তু এ দুজনের দ্বৈরথে কে আসলে এগিয়ে? কি বলছে ফুটবলের রেকর্ডবুক? চলুন তা দেখা যাক-
ক্লাব ফুটবলের গোলে এগিয়ে রোনালদো, এসিস্টে মেসি
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে মেসি ও রোনালদোর দ্বৈরথ প্রায় সমানে সমান৷ যদিও মেসির চেয়ে দুই সিজন বেশি খেলা রোনালদোর ক্লাব ক্যারিয়ারে গোলের সংখ্যা ৭৩২। তাঁর চেয়ে বেশি আর পৌঁছাতে পারেনি কোনো ফুটবলার৷ গোলের হিসেবে ক্লাব ক্যারিয়ারে রোনালদোর চেয়ে পিছিয়ে আছেন মেসি৷ তাঁর গোল সংখ্যা ৭১৫টি৷
অবশ্য গোলের দিক থেকে পিছিয়ে থাকলেও সতীর্থকে দিয়ে গোল করানোর ক্ষেত্রে এগিয়ে মেসি৷ ক্লাব ক্যারিয়ারে তাঁর এসিস্টের সংখ্যা ৩১৩টি, অন্যদিকে রোনালদোর রয়েছে ২০৯টি এসিস্ট।
বিশ্বকাপে মেসিময়, নিষ্প্রভ রোনালদো
বিশ্বকাপে নিয়মিত দ্যুতি ছড়িয়েছেন লিওনেল মেসি৷ বিশ্বকাপে এখন পর্যন্ত ২৬ ম্যাচে ১৩ গোল করেন মেসি। সর্বশেষ কাতার বিশ্বকাপে ৫ ম্যাচে ৪ গোল ও ২ এসিস্ট করে নিজের প্রথম বিশ্বকাপ ট্রফি জয়ে একচ্ছত্র অবদান রেখেছেন তিনি। এর মাধ্যমে নিজের নামের পাশে ‘সর্বকালের সেরা’ তকমাটা অনেকটাই পাকাপোক্ত করে নিয়েছেন মেসি৷
অন্যদিকে বিশ্বকাপে নিষ্প্রভ রোনালদো৷ বিশ্বকাপে এখন পর্যন্ত ২২ ম্যাচ থেকে গোল করেছেন মাত্র ৮টি৷ সর্বশেষ কাতার বিশ্বকাপে রোনালদো খেলতে পারেননি নিজের চিরচেনা ছন্দে। ৪ ম্যাচে করেন মাত্র ১ গোল।
ট্রফি জয়ে কে কতদূর
ক্লাব ফুটবল ও জাতীয় দলের হয়ে ট্রফি জয়ে এগিয়ে রয়েছে লিওনেল মেসি। ১টি বিশ্বকাপ, ১টি কোপা আমেরিকা, ৩টি চ্যাম্পিয়ন্স লীগ ও ১১টি লীগ টাইটেলসহ ছোট-বড় সর্বমোট ২৯টি ট্রফি রয়েছে তাঁর ঝুলিতে। অন্যদিকে ১টি ইউরো, ৫টি চ্যাম্পিয়ন্স লীগ ও ৭টি লীগ টাইটেলসহ সর্বমোট ২২টি ট্রফি রয়েছে রোনালদোর ঝুলিতে।
ব্যক্তিগত অর্জনে নাহি ছাড়
সম্প্রতি ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’ওর জিতে ব্যক্তিগত অর্জনের পাল্লা আরো ভারী করেছেন লিওনেল মেসি৷ এছাড়া ১ বার ফিফা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড, ৬ বার ইউরোপিয়ান গোল্ডেন-শু জয় ও ২ বার জিতেছেন বিশ্বকাপের গোল্ডেন বল৷
অন্যদিকে ব্যালন ডি’ওর জয়ের দিক থেকে মেসির চেয়ে অনেকটাই পিছিয়ে আছেন রোনালদো৷ ক্যারিয়ারে সর্বমোট জিতেছেন ৫টি ব্যালন ডি’ওর৷ মেসি-রোনালদো এ দুই কিংবদন্তী মিলে জিতেছেন সর্বোমোট ১৩টি ব্যালন ডি’ওর৷ ফুটবল ইতিহাসের পাতায় এর আগে এমন বিরল রেকর্ড আর কেউ লেখাতে পারেনি৷ মেসির বিপরীতে রোনালদো ২ বার ফিফা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড, ৪ বার ইউরোপিয়ান গোল্ডেন-শু জয় ও ৪ বার নির্বাচিত হয়েছেন উয়েফা বর্ষসেরা প্লেয়ার।
মি. চ্যাম্পিয়ন্সলীগ ‘রোনালদো’
বর্তমান বিশ্বের সেরা ফুটবলার কে? এবার দেখে নেয়া যাক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পরিসংখ্যান। ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে রীতিমতো আলো ছড়িয়েছেন রোনালদো৷ ইউরোপের বিভিন্ন ক্লাবের হয়ে খেলা ১৮৩টি চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে তাঁর গোল রয়েছে ১৪০টি৷ চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে এরচেয়ে বেশি গোল আর কারো নেই৷ রোনালদোর চেয়ে ২০ ম্যাচ কম খেলা মেসির চ্যাম্পিয়ন্স লীগে গোল রয়েছে ১২৯টি৷
আরও পড়ুন:
বিশ্বকাপ ফুটবলের সাফল্যে সেরা পাঁচ দল
প্রাক-অলিম্পিক: চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচেই হোঁচট খেল আর্জেন্টিনা-ব্রাজিল
ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৪/টিএইচ/এমটি