Connect with us
ক্রিকেট

পিএসএল ২০২৪ : একনজরে পূর্ণাঙ্গ সূচি

PSL 2024
১৭ ফেব্রুয়ারী মাঠে গড়াবে পিএসএল। ছবি- সংগৃহীত

আগামী ১৭ ফেব্রুয়ারী মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসর। এই ফ্রাঞ্চাইজি লিগকে সামনে রেখে এর চূড়ান্ত সূচি প্রকাশ করেছে পিসিবি।

গত আসরের চ্যাম্পিয়ন শাহিন আফ্রিদির লাহোর কালান্দার্স ও শাদাব খানের ইসলামাবাদ ইউনাইটেডর ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের।

এবারের আসরে ৬ দলের মোট ৩৪ টি ম্যাচ রয়েছে। করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও মুলতান এই চারটি শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি (১১) ম্যাচ অনুষ্ঠিত হবে করাচিতে। ফাইনাল ম্যাচটিও আয়োজিত হবে এই শহরে।

এছাড়া লাহোর ও রাওয়ালপিন্ডিতে ৯ টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আর মুলতানে অনুষ্ঠিত হবে ৫ টি ম্যাচ।

অবশ্য পিএসএলের এবারের আসরে থাকছে না কোনো বাংলাদেশি পরিচিত মুখ। নিলামে বিভিন্ন ক্যাটাগরিতে ২১ জন ক্রিকেটার থাকলেও দল পাননি কেউ। তাই এবারের আসরে থাকছে না কোন টাইগার ক্রিকেটার।

একনজরে পিএসএলের পূর্ণাঙ্গ সূচি–

তারিখপ্রতিপক্ষভেন্যু
১৭ ফেব্রুয়ারিলাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেডগাদ্দাফি স্টেডিয়াম লাহোর
১৮ ফেব্রুয়ারিকোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম পেশোয়ার জালমিগাদ্দাফি স্টেডিয়াম লাহোর
১৮ ফেব্রুয়ারিমুলতান সুলতান বনাম করাচি কিংসমুলতান ক্রিকেট স্টেডিয়াম
১৯ ফেব্রুয়ারীলাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরসগাদ্দাফি স্টেডিয়াম লাহোর
২০ ফেব্রুয়ারিমুলতান সুলতান বনাম ইসলামাবাদ ইউনাইটেডমুলতান ক্রিকেট স্টেডিয়াম

 

২১ ফেব্রুয়ারিপেশোয়ার জালমি বনাম করাচি কিংস গাদ্দাফি স্টেডিয়াম লাহো
২১ ফেব্রুয়ারিমুলতান সুলতান বনাম লাহোর কালান্দার্সমুলতান ক্রিকেট স্টেডিয়াম
২২ ফেব্রুয়ারিকোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম ইসলামাবাদ ইউনাইটেডগাদ্দাফি স্টেডিয়াম লাহোর
২৩ ফেব্রুয়ারিমুলতান সুলতান বনাম পেশোয়ার জালমিমুলতান ক্রিকেট স্টেডিয়াম
২৪ ফেব্রুয়ারিলাহোর কালান্দার্স বনাম করাচি কিংসগাদ্দাফি স্টেডিয়াম লাহোর

 

২৫ ফেব্রুয়ারিমুলতান সুলতান বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরসমুলতান ক্রিকেট স্টেডিয়াম
২৫ ফেব্রুয়ারিলাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমিগাদ্দাফি স্টেডিয়াম লাহোর
২৬ ফেব্রুয়ারীপেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেডগাদ্দাফি স্টেডিয়াম লাহোর
২৭ ফেব্রুয়ারিলাহোর কালান্দার্স বনাম মুলতান সুলতানসগাদ্দাফি স্টেডিয়াম লাহোর
২৮ ফেব্রুয়ারিকরাচি কিংস বনাম ইসলামাবাদ ইউনাইটেডন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম

 

২৯ ফেব্রুয়ারিকরাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরসন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম
২ মার্চ২০২৪ পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্সপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম
২ মার্চইসলামাবাদ ইউনাইটেড বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম
৩ মার্চকরাচি কিংস বনাম মুলতান সুলতানসন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম
৪ মার্চইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম

 

৫ মার্চপেশোয়ার জালমি বনাম মুলতান সুলতানসপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম
৬ মার্চকোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম করাচি কিংসপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম
৬ মার্চইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্সপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম
৭ মার্চ ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংসপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম
৮ মার্চপেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরসপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম

 

৯ মার্চকরাচি কিংস বনাম লাহোর কালান্দার্সন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম
১০ মার্চইসলামাবাদ ইউনাইটেড বনাম মুলতান সুলতানসপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম
১০ মার্চকোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম লাহোর কালান্দার্সন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম
১১ মার্চকরাচি কিংস বনাম পেশোয়ার জালমিন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়াম
১২ মার্চকোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম মুলতান সুলতানসন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়াম

 

১৪ মার্চ কোয়ালিফায়ার (১ বনাম ২)ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়াম
১৫ মার্চএলিমিনেটর ১ (৩ বনাম ৪)ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়াম
১৬ মার্চএলিমিনেটর ২ (এলিমিনেটর বিজয়ী বনাম কোয়ালিফায়ার রানার আপ)ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়াম

 

১৮ মার্চফাইনালন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়াম

 

আরও পড়ুন: বিপিএল-২০২৪ শুরু ১৯ জানুয়ারি, এক নজরে পূর্ণাঙ্গ সময়সূচি 

ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৪/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট