Connect with us
ফুটবল

রিয়ালের বিপক্ষে হারের কারণ জানিয়ে ক্ষমা চাইলেন বার্সা কোচ

Xavi Harnandez after defeated el clasico
রিয়ালের বিপক্ষে হারের পর বার্সা কোচ জাভি হার্নান্দেজ। ছবি- ইএসপিএন

গেল রাতে ফুটবল প্রেমীদের নজর ছিল বছরের প্রথম এল ক্লাসিকোতে। যেখানে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিকে বার্সেলোনাকে রীতিমত উড়িয়ে দিয়ে ১৩ম বারের মতো স্প্যানিশ সুপার কাপের শিরোপা উচিয়ে ধরলো রিয়াল।

গেল রাতে সৌদির রিয়াদে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচটি। যেখানে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বছরের প্রথম এল ক্লাসিকোতে এমন শোচনীয় হারের কথা চিন্তা করেননি বার্সা কোচ জাভি হার্নান্দেজ। হারের পর সকল সমালোচনা মেনে নিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

ম্যাচ শেষে জাভি হার্নান্দেজ বলেছেন, ‘এটা লজ্জাজনক ঘটনা। আমরা ফাইনালে অনেক আশা নিয়ে এসেছিলাম। তবে এই ম্যাচে সবথেকে বাজে পারফরম্যান্স করেছি আমরা। শুরুটা ভালো করতে পারিনি। প্রথমদিকে গোল হজমের করেও ফিরে আসা যেত, কিন্তু একটি পেনাল্টি আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।’

ম্যাচ হেরে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন জাভি হার্নান্দেজ, ‘ম্যাচটিতে আমরা পরিপূর্ণ ভাবে নিজেদের তুলে ধরতে পারিনি। মাদ্রিদ প্রতি আক্রমণে আমাদের জর্জরিত করেছে। আমি ক্ষমা চাচ্ছি সমর্থকদের কাছে। আমরা প্রতিযোগিতা করতে পারিনি। এর আগেও আমার অনেক হারের স্মৃতি রয়েছে ক্লাবটির হয়ে। বার্সা আবারও ফিরে আসবে।’

স্প্যানিশ সুপার কাপের ফাইনালের এল ক্লাসিকোতে হারের পর অনেকে সমালোচনা করছেন বার্সা বস জাভি হার্নান্দেজকে নিয়ে। সকল সমালোচনার বিষয়ে তিনি বলেছেন, ‘আমরা শিরোপা হারিয়েছি। এজন্য নিজেকেই দায়ি করছি। আমি সব ধরনের সমালোচনা মেনে নিয়েছি এবং কথা দিচ্ছি কঠোর পরিশ্রম করে আবারও ফিরে আসব।’

হারের বিষয়ে বার্সার কোচ জানিয়েছেন, ‘মাদ্রিদের ভিনিসিউস ও রদ্রিগোকে আমরা রুখতে পারিনি। তাদের কিছু অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় রয়েছে। যখন স্কোর ২-১ ছিল, তখনও আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। তবে তৃতীয় গোলটি আমাদের মনোবল ভেঙে দিয়েছে। মূল কথা আমরা লড়াই করতেই পারিনি।’

এই জয়ে ১৩ম বারের মতো স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুলল রিয়াল মাদ্রিদ। তবে সুপার কাপের শিরোপার হিসেব করলে এগিয়ে আছে বার্সেলোনা। তারা জিতেছে মোট ১৪ বার। গেল আসরে এই সৌদি আরবের রিয়াদেই রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা।

আরও পড়ুন: বার্সেলোনাকে ফাইনালে নাচিয়ে রিয়ালের স্প্যানিশ সুপার কাপ জয়

ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল