Connect with us
ফুটবল

আজ রাতে সুপার কাপ ফাইনালে রিয়াল-বার্সা মহারণ

Real Madrid vs Barcelona Final
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রাতে মুখোমুখি হচ্ছে রিয়াল-বার্সা। ছবি- সংগৃহীত

চলতি মৌসুমে কার্লো আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদের সময়টা বেশ ভালোই কাটছে। সে তুলনায় চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সময়টা কিছুটা অম্লমধির যাচ্ছে বলাই যায়। আজ রাতে আবারও বছরের প্রথম ‘এল ক্লাসিকে’তে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই স্প্যানিশ জায়ান্ট। তাও আবার স্প্যানিশ সুপার কাপের ফাইনাল ম্যাচে। তবে এই ম্যাচে ফুটবল ভক্তদের নজর যে খেলোয়াড়ের প্রতি সবচাইতে বেশি থাকবে সে হলো জুড বেলিংহাম।

বার্সা কোচ জাভি হার্নান্দেজের সংবাদ সম্মেলনে জুড বেলিংহামকে নিয়ে করা মন্তব্য থেকেই জাভির চিন্তাও যে এই ইংলিশ মিডফিল্ডারকে নিয়েই তা স্পষ্ট বোঝা যায়। ‘সে অসাধারণ এক প্রতিভা। সে ভবিষ্যতে আরও দারুণ করবে’- বেলিংহামকে এভাবেই প্রশংসায় ভাসান জাভি। এ থেকেই বোঝা যায়, বার্সার সব থেকে বেশি চিন্তাও এই ইংলিশ ম্যানকে নিয়েই। চিন্তা হওয়াটাও বোধ হয় অমূলক নয়, চলতি মৌসুমে লস ব্লাংকোসদের হয়ে রীতিমতো উড়ছেন এই তারকা ফুটবলার। মিডফিল্ডার হয়েও সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচ খেলে ১৭ গোল করে ফেলেছেন।

আজ বাংলাদেশ সময় রাত ১ টায় সৌদি আরবের রিয়াদে অবস্থিত আল আওয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত  হবে ম্যাচটি৷ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে রিয়াল কোচ আনচেলত্তিকে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল। সেখানে জয়-হারের প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই ইতালিয়ান মাস্টারমাইন্ড বলেন, ‘বার্সার চেয়ে ভালো খেলতে পারলে আজকে আমরাই জিতবো।’

তবে ম্যাচের চূড়ান্ত একাদশ নিয়ে কথা বলতে রাজি হননি রিয়াল বস, ‘দেখুন, এখনই এ ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না। কাল ম্যাচের পরিস্থিতি বুঝে তারপর সিদ্ধান্ত নেব। কাকে কোথায় খেলালে দলের জন্য ভালো হবে, সেটা অবশ্যই চিন্তা করে পরিকল্পনা সাজাবো।’

এর আগে আসরের প্রথম সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বীদের ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল রিয়াল। আর দ্বিতীয় সেমিতে ওসাসুনাকে হারিয়ে ফাইনালে পা রেখেছিল বার্সেলোনা। আজকের শিরোপা নির্ধারণী ম্যাচের পর এই দুই দল আবার লা লিগায় মুখোমুখি হবে এপ্রিল মাসে।

আরও পড়ুন: সব ধরনের ক্রিকেট থেকে অবসরে গেলেন শন মার্শ 

ক্রিফোস্পোর্টস/১৪জানুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল