গতকাল রাতে ভিনিসিয়ুস জুনিয়রের দূর্দান্ত হ্যাট্রিকে ভর করে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে নেয় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুসের আগুন ঝরা পারফরমেন্সে পুড়ে ক্ষার হয়েছে কোটি কোটি বার্সা ভক্তদের হৃদয়। মাঠে লস ব্লাংকোসদের কাছে কোনো রকম পাত্তাই পায়নি ব্লাউগ্রানারা।
তবে ম্যাচের শেষ দিকে হ্যাট্রিক বয় ভিনির সাথে বার্সার ইয়ংস্টার লামিন ইয়ামেল, সার্জি রবার্তোদের তর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। সেখানে ভিনিকে বার্সেলোনার ডাগ আউটের দিকে হাতের ইশারায় ম্যাচের স্কোরলাইন ইঙ্গিত করতে দেখা যায়। ম্যাচ শেষে এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ভিনি বলেন, ‘ভিনি এটা করেছে সেটা করেছে এসব বলে সবাই আমার সঙ্গে ঝামেলা বাঁধাতে চায়। ব্যাপারটা আমাকে কষ্ট দেয়। কিন্তু আমি শান্ত থাকার চেষ্টা করি। আমি ম্যাচে ভালো করার প্রতি মনোযোগী থাকি। কিন্তু এর সব দায় তো আমার একার নয়। আমি নিজেও খুব সাধু নই।’
ভিনিও স্বীকার করেছেন, তিনি নিজেও অনেক সময় বেশি কথা বলে থাকেন। ম্যাচে অপ্রয়োজনীয় ড্রিবলিং করেন। তবে তিনি চেষ্টা করেন ম্যাচে পূর্ণ ফোকাস রেখে খেলা চালিয়ে যেতে, শিশুদের জন্য আদর্শিক চরিত্র হতে।
বার্সার বিপক্ষে ৭ মিনিটে প্রথম গোল করে রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রেডমার্ক ‘সিউ’ সেলিব্রেশন অনুকরণ করেছিলেন রিয়ালের এই ব্রাজিলিয়ান উইঙ্গার। এমন উদযাপনের ব্যাখ্যায় রিয়াল তারকা বলেন, ‘উদযাপনটা ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য। সে আমার আদর্শ এবং এটা তার বর্তমান হোম গ্রাউন্ড। আজকের পারফরমেন্স নিয়ে আমরা অনেক খুশি। বার্সার বিপক্ষে ৪-১ গোলের জয় তুলে নেয়া মোটেই সহজ কাজ নয়।’
আরও পড়ুন: বার্সেলোনাকে ফাইনালে নাচিয়ে রিয়ালের স্প্যানিশ সুপার কাপ জয়
ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৪/এমএস/এসএ