Connect with us
ক্রিকেট

বিপিএলের মাঝেই পূর্নাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসছে শ্রীলঙ্কা

Bangladesh vs Srilanka
এই সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট ম্যাচ খেলবে লংকানরা। ছবি- সংগৃহীত

আর মাত্র ২ দিন পরই পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে)। ১৯ জানুয়ারী থেকে শুরু হওয়া এই আসরের পর্দা নামবে পহেলা মার্চ। তবে বিপিএল শেষ হওয়ার আগেই বাংলাদেশে আসার কথা রয়েছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের। ফেব্রুয়ারী-মার্চেই বাংলাদেশের সাথে তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে লংকানরা।

এই সফরে রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ। লাল বলের সিরিজটি আবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ। কিন্তু অবাক করার বিষয় হলো, টেস্ট সিরিজের সবকটি ম্যাচই ঢাকার বাইরে অনুষ্ঠিত হবে।

বোর্ড সূত্রে জানা গেছে, শ্রীলংকার বিপক্ষে পাঁচ দিনের ম্যাচ দু’টির মধ্যে একটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, অন্যটি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

২০০৭ সালে টেস্ট অভিষেকের পর এই প্রথম ঘরের মাটিতে অন্তত দুই ম্যাচ টেস্ট সিরিজের কোন ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে না। তবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে ম্যাচ না রাখার বিশেষ কোন কারণ নেই। মূলত ঐ সময়টায় দেশের ক্রিকেটে ব্যস্ত সূচী থাকায় বিসিবির এমন সিদ্ধান্ত।

মার্চে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। নারী দলের এই সফরের সম্ভাব্য ভেন্যু মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) কিছু ম্যাচও তখন মিরপুরে হতে পারে।

আরও পড়ুন: আইসিসি থেকে বড় দুঃসংবাদ পেলেন নাসির হোসেন 

ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট