আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। আসন্ন এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ইতোমধ্যে দলের অধিনায়ক নির্বাচন সহ অন্যান্য প্রস্তুতিও সেরে ফেলছে দলগুলো। অন্যান্য দলের ন্যায় রংপুর রাইডার্সও তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে।
রংপুরে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই ফ্রাঞ্চাইজিটির নেতৃত্বের ভাবনায় ছিলেন সাকিব। তবে এবারের আসরে নেতৃত্বে থাকতে চান না এই অলরাউন্ডার। ফলে তার পরিবর্তে নেতৃত্বের দায়িত্ব পাওয়ার কথা ছিল গত আসরে রংপুরকে নেতৃত্ব দেওয়া নুরুল হাসান সোহানের।
আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে সোহানের নাম ঘোষণা করেছে ফ্রাঞ্চাইজিটির মালিক ইশতিয়াক আহমেদ। নুরুলকে নেতৃত্ব দেয়ার কারণ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ভাবনা ছিল সাকিবকে অধিনায়কত্ব দেওয়া। তবে সাকিবই আমাদের বলেছে ও অধিনায়কত্বের প্রেশার নিতে চায় না। তাই আমরা নুরুল হাসান সোহানকেই অধিনায়ক হিসেবে নির্বাচন করেছি।’
সোহানকে নেতৃত্বের ভার দিয়ে খুশি ইশতিয়াক আহমেদ। তার পছন্দের ক্রিকেটারকেই দায়িত্ব দিয়েছে ফ্রাঞ্চাইজিটি, ‘সোহান আমাদের সবসময়কার প্রিয় একজন ক্রিকেটার। সে আমার আপন ভাইয়ের মতো। সে ভালো খেললে আমাদেরও ভালো লাগে। তাকে নিয়ে আমি সন্তুষ্ট।’
আর মাত্র ২ দিন পরই পর্দা উঠছে বিপিএলের। দেড় মাস ব্যাপী এই আসরের পর্দা নামবে পহেলা মার্চ। এই আসরে মোট ৭ টি দল অংশগ্রহনে ৪৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। এর পরদিন মাঠে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল যাত্রা শুরু করবে সাকিব-সোহানরা।
আরও পড়ুন: সিলেটের নেতৃত্বে এবারেও থাকছেন মাশরাফি
ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৪/এমটি