‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ কাতারের মাটিতে আর কিছু দিনের অপেক্ষা। এরপরই পর্দা নামবে কাতার বিশ্বকাপ ২০২২ এর আসর। রবিবার (১৮ ডিসেম্বর) ফাইনালের পর বিজয়ী দলের কাছে যাবে সেরার মুকুট।
কাতার বিশ্বকাপে মোট ৩২টি দলের জন্যই থাকছে প্রাইজমানি। তবে সবার আকর্ষণ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের দিকে। চলুন জেনে নেই এবারের আসরের সেরাদের প্রাইজমানি;
চ্যাম্পিয়ন দল পাবে- ৪২ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৪২০ কোটি টাকা। এছাড়া রানার্সআপ দল পাবে প্রায় ৩০০ কোটি টাকা।
একইসঙ্গে সেরা ষোল থেকে বিদায় নেওয়া দলগুলোকেও দেওয়া হবে বিপুল অঙ্কের প্রাইজমানি। প্রতিটি দল পাবে ১৩০ কোটি টাকা। এছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চার দলের জন্য রয়েছে ১৭০ কোটি টাকা করে। এছাড়া তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করা দলগুলো ২৭০ ও ২৫০ কোটি টাকা পাবে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্যও রয়েছে ৯০ কোটি টাকা করে।
আরও পড়ুন: সাকিব-ওয়ার্নদের কাতারে নাম লেখালেন মঈন
মূলত কাতার বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে হচ্ছে না কোনো দলকেই।
ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২২/এসএ