বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর। বিশ্বকাপ ছুঁয়ে দেখার আক্ষেপ নিয়েই শেষ হলো পর্তুগিজ তারকার বিশ্বকাপ মিশন। নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা ছুঁয়ে দেখতে সর্বোচ্চ উজাড় করে দিয়েছিলেন কিন্তু স্বপ্ন ভঙ্গ।
দীর্ঘ ক্যারিয়ারে কত ট্রফি জিতেছেন, শুধু বিশ্বকাপটাই অধরা রয়ে গেল। অনেক চড়াই-উতরাই পেরিয়ে দলকে নিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এলেও খালি হাতে ফিরতে হয়েছে সি আর সেভেনকে। তার সঙ্গে স্বপ্ন ভেঙেছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্তের।
কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। ম্যাচ শেষে তার দুচোখ নিজেকে ধরে রাখতে পারেনি। কেঁদেছেন কাদিয়েছেন। এরপরই প্রশ্ন, এখানেই কী ইতি টানবেন রোনালদো? তবে এ নিয়ে এখনো মুখ খোলেননি তিনি।
রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল করেছেন। এখন তিনি কোনো ক্লাবের নন। কাতারও যে তার শেষ বিশ্বকাপ, সেটা আগে থেকেই নিশ্চিত ছিল। তবে পর্তুগালের জার্সিতেও কী আর তাঁকে দেখা যাবে না? এছাড়া ক্লাব ফুটবলেই তার ভবিষ্যৎ কী?
রোনালদোর আগামী কী, সেটা জানতে চান তার ভক্তরা। তবে এর স্পষ্ট উত্তর এখনো মেলেনি। তবে ভক্তদের আশা বিশ্বকাপ শেষে নীরবতা ভাঙবেন রোনালদো।
এদিকে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে কোচ ফার্নান্দো সান্তোস ম্যাচে রোনালদোকে তুলে নেওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি। এমন আচরণ পছন্দ হয়নি কোচের। আর এতেই কপাল পুড়েছে রোনালদোর। শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে জায়গাই দেওয়া হয়নি তাকে।
হঠাত ফুটবলের অন্যতম সেরা তারকা হয়ে গেলেন কেবল বদলি ফুটবলার। মরক্কোর বিপক্ষেও বদলি হয়েই খেলতে নামেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।
আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: লিওনেল মেসি
এছাড়া জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ১১৮ গোল রয়েছে তার। কী করেননি তিনি নিজের দেশের জন্য। অথচ সেই রোনালদোকে ম্যাচে জায়গা দেওয়া হয়নি। এ দৃশ্য অবাক করেছে ফুটবল বিশ্বকে। ক্ষুব্দ হয়েছেন অগণিত ভক্ত। তবে এখনো অপেক্ষায় তার ভক্তরা, অন্তত ক্লাবে দেখা যাবে প্রিয় খেলোয়ারকে।
ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর/এসএ