বর্তমানে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে আফগানিস্তান। সফরকারীদের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলার মধ্য দিয়ে দীর্ঘ ১৪ মাস পর ভারতের হয়ে ২০ ওভারের ক্রিকেটে মাঠে ফিরলেন বিরাট কোহলি। ‘কামব্যাক’ এর ম্যাচে খেলেছেন ১৬ বলে ২৯ রানের কার্যকরী এক ইনিংস। সেই ম্যাচসহ টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া।
অনেক জল্পনা-কল্পনার পর টি-টোয়েন্টি দলে ফিরেই এবার নতুন এক রেকর্ডের হাতছানি কোহলির সামনে। আজ আফগানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে ম্যান ইন ব্লুরা। এই ম্যাচে আর মাত্র ৬ রান করতে পারলেই প্রথম এবং একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন এই ব্যাটিং গ্রেট।
এখন পর্যন্ত ২০ ওভারের ক্রিকেটে বিরাট কোহলি সব মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন ৩৭৫ টি, তার মোট রান ১১ হাজার ৯৯৪। আজ যদি এই সুযোগ বিরাট হাতছাড়া করেন তাহলে আবার সেই আইপিএল পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এই তালিকায় সবার উপরের নামটি টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা খ্যাত উন্ডিজ তারকা ক্রিস গেইলের। ৪৬৩ টি টি-টোয়েন্টি খেলে এই ব্যাটিং দানব মোট ১৪ হাজার ৫৬২ রান করেছেন।
এরপরের অবস্থানে আছেন পাকিস্তানের ‘এভার গ্রীন’ অলরাউন্ডার শোয়েব মালিক। ৫২৫ ম্যাচে চল্লিশোর্ধ্ব এই তারকার রান ১২ হাজার ৯৯৩। তিন নম্বরে আছেন আরেক ক্যারিবীয় অলরাউন্ডার কাইরন পোলার্ড। ৬৩৯ ম্যাচে পোলার্ডের রান ১২ হাজার ৪৩০। আজ মাত্র ৬ রান করতে পারলে কোহলিও ১২ হাজার রানের ক্লাবে মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে নাম লেখাবেন।
আজ ভারতের এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৭:৩০ টায় শুরু হবে ম্যাচটি।
আরও পড়ুন: শেষ ওভারে ২০ রান তাড়া করে শ্রীলঙ্কাকে হারাল জিম্বাবুয়ে
ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৪/এমএস/এমটি