গত রাতেই শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের এক ঐতিহাসিক জয় দেখেছে ক্রিকেট বিশ্ব। শেষ ওভারে ২০ রান তুলে এক অবিশ্বাস্য জয় পেয়েছে সিকান্দার রাজারা। আজ রাতেও ভারত-আফগানিস্তান ম্যাচে সেই একই দৃশ্যের সাক্ষী হতে পারতো ক্রিকেট বিশ্ব। শেষ ওভারে আফগানিস্তানের প্রয়োজন ছিল ১৯ রান। তবে ৬ বলে ১৮ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা। ফলে ম্যাচ সুপার ওভারে গড়ালে সেখানে জয়ের সুযোগ তৈরি করেও অল্পের জন্য ভারতকে হারিয়ে ইতিহাস গড়া হলো না গুরবাজ-নবিদের।
বুধবার (১৭ জানুয়ারি) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক ভারতের মুখোমুখি হয় আফগানিস্তান। টস জিতে শুরুতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় স্বাগতিকেরা। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১২ রান সংগ্রহ করে ভারত। জবাবে আফগানিস্তানের ইনিংসও থামে ২১২ রানে। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে আফগানিস্তান প্রথমে ব্যাট করে ১৬ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে ৬ বলে আফগানিস্তানের সমান ১৬ রানই তুলতে সক্ষম হয় ভারত। ফলে ম্যাচ গড়ায় আরো একটি সুপার ওভারে।
দ্বিতীয় সুপার ওভারে প্রথমে ব্যাট করে ভারত। ৫ বল খেলে ১১ রান তুলেই ২ উইকেট হারায় স্বাগতিকরা। ১২ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ৩ বলেই নির্ধারিত ২টি উইকেট খুইয়ে বসে আফগানিস্তান। ফলে ম্যাচটি জিতে নেয় ভারত।
এদিকে ব্যাটিংয়ে নেমে শুরতে আফগানিস্তানের বোলিং জড়ে উড়ে যায় ভারতীয় ব্যাটাররা। ২২ রানেই ভারতের চার উইকেট তুলে নেয় আফগান বোলাররা। পরক্ষণে বিপত্তি সামাল দিয়ে দারুন ভাবে ঘুরে দাঁড়ায় ভারত। ৫ম উইকেটে ১০০ বলে ১৯০ রানের বিশাল জুটি গড়ে অধিনায়ক রোহিত শর্মা ও রিংকু সিং। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২১২ রান।
পাহাড়সম এ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৯৩ রান তুলে নেয় রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দলীয় ৯৩ রানে গুরবাজ ফিরে গেলে দ্রুতই আরো দু’টি উইকেট হারায় সফরকারীরা। মাঝে মোহাম্মদ নবি ১৬ বলে ৩৪ রান করে আউট হয়ে গেলে শেষদিকে গুলাবুদ্দিন নাইবের ২৩ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংসে ভারতের পাহাড়সম রান ছুতে সক্ষম হয় আফগানিস্তান।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ টি উইকেট শিকার করেন ফরিদ আহমাদ মালিক এবং ভারতের হয়ে রবি বিশ্নুই ৩ টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২১২/৪ (২০ ওভার)
আফগানিস্তান: ২১২/৬ (২০ ওভার)
১ম সুপার ওভার–
আফগানিস্তান: ১৬/১ (১.০ ওভার)
ভারত: ১৬/১ (১.০ ওভার)
২য় সুপার ওভার–
ভারত: ১১/২ (০.৫ ওভার)
আফগানিস্তান : ১/২ (০.৩ ওভার)
আরও পড়ুন: আফ্রিকান কাপ অব নেশন্স এ এবারের আসরে প্রাইজমানি কত?
ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৪/এমটি