কাল দক্ষিণ আফ্রিকায় পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের। যুবাদের সবচেয়ে বড় এই আসরে গ্রুপ ‘ডি’ তে রয়েছে আফগানিস্তান। আর এই আসরে আফগানিস্তান যুবাদের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ নবির ছেলে হাসান ইশাখিল ও রশিদ খানের ভাগ্নে উসমান শিনওয়ারি।
আফগানিস্তান জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ নবি এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খান। তাদের আত্নীয় হওয়ার কারণেই ক্রিকেট পাড়ায় আলোচনায় উঠে এসেছেন হাসান ইশাখিল ও উসমান শিনওয়ারি। তবে জাতীয় দলে তাদের আত্নীয় থাকা সত্বেও নিজ যোগ্যতার ভিত্তিতেই দলে জায়গা করে নিয়েছেন এই দুই ক্রিকেটার।
জাতীয় দলে অলরাউন্ডারের ভুমিকায় খেলে থাকেন নবি। তাছড়া রশিদ খানও বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও জ্বলে ওঠেন প্রায়শই। তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম হাসান ইশাখিল ও উসমান শিনওয়ারি। তারা দুজনেই যুব দলে খেলবেন ব্যাটার হিসেবে এবং উদ্বোধনীতেই খেলবেন এই দুইজন।
গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে সবাইকে চমকে দিয়েছিল আফগানিস্তান। ইংল্যান্ড-পাকিস্তানকে হারানোর পাশাপাশি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ জয়ের রেকর্ডও গড়েছেন রশিদ-নবিরা। এবার পালা যুবাদের। এই বিশ্বকাপে সবাইকে চমকে দিতে রশিদ-নবির উত্তরসূরীদের ওপর চোখ থাকবে আফগানিস্তান সমর্থকদের।
বিশ্বকাপ উদ্বোধনের একদিন পর (২০ জানুয়ারি) পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে আফগানিস্তানের যুবারা। গ্রুপ ‘ডি’ তে আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে রয়েছে আরো দুই দল নিউজিল্যান্ড ও নেপাল।
আরও পড়ুন: বিপিএলে খেলতে আর কোন বাঁধা নেই বাবর-রিজওয়ানদের
ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৪/এমটি