Connect with us
ক্রিকেট

আজ শুরু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, সরাসরি ম্যাচ দেখবেন যেভাবে

U19 world cup trophy and all captains 2024
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি এবং সকল দলের ক্যাপ্টেন ২০২৪। ছবি- সংগৃহীত

আজ থেকে শুরু হতে যাচ্ছে যুব ক্রিকেটারদের বিশ্ব জয়ের মিশন। এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর বসেছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। একই সময়ে আয়ারল্যান্ড যুবদলের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ দল।

আজ শুক্রবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২ টায় দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের, সেনওয়েস পার্কে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। দিনের ওপর ম্যাচে একই সময় আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্লুমফন্টেইনের ম্যাঙ্গাউং ওভাল মাঠে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এই আসরে মোট ১৬ দল চারটি ভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে লড়বে শিরোপা জয়ের উদ্দেশ্যে। যেখানে বাংলাদেশের ‘এ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে থাকছে গেল বারের চ্যাম্পিয়ন ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের যুব বিশ্বকাপ মিশন শুরু হবে।

সরাসরি ম্যাচ গুলো দেখা যাবে যেভাবে:

যুব বিশ্বকাপের ম্যাচগুলো টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টস ওয়ানের মাধ্যমে বাংলাদেশ ও ভারত অঞ্চলে লাইভ দেখা যাবে। এছাড়াও অনলাইনে আইসিসি.টিভি (icc.tv) ও ডিজনি+(প্লাস) হটস্টারের অ্যাপস এবং ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে সবগুলো ম্যাচ।

আজ মুখোমুখি হওয়া চার দলের স্কোয়াড:

দক্ষিণ আফ্রিকা: ডেভিড টিগার (অধিনায়ক), জুয়ান জেমস, এনটান্ডো জুমা, মার্টিন খুমালো, অলিভার হোয়াইটহেড, এসোসা আইহেভবা, কুয়েনা মাফাকা, দেওয়ান মারিয়াস, নকোবানি মোকোয়েনা, রোমাশান পিলে, রিলি নর্টন, সিফো পোটসানে, রিচার্ড সেলতসওয়ানে, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, এবং স্টিভ স্টল।

ওয়েস্ট ইন্ডিজ: স্টিফান প্যাসকেল (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, নাথান সিলি, মাভেন্দ্র ডিন্ডিয়াল, নাথান এডওয়ার্ড, তারিক এডওয়ার্ড, জোশুয়া ডর্ন, রিওন এডওয়ার্ডস, দেশান জেমস, ডেভনি জোসেফ, রেনিকো স্মিথ, জর্ডান জনসন, ইসাই থর্ন, স্টিভ ওয়েডারবার্ন, আদ্রিয়ান উইয়ার।

যুক্তরাষ্ট্র: ঋষি রমেশ (অধিনায়ক), আমোঘ আরেপল্লী, রায়ান ভাগানি, খুশ ভালালা, প্রণনভ চেট্টিপালায়ম, আরিয়ান বাত্রা, মানব নায়ক, আর্য গর্গ, সিদ্ধার্থ কাপা, ভব্য মেহতা, অরিন নাদকার্নি, উৎকর্ষ শ্রীবাস্তব, পার্থ প্যাটেল, আর্যমান সুরি এবং অতেন্দ্র সুবেন্দ্র।

আয়ারল্যান্ড: ফিলিপ লে রক্স (অধিনায়ক), হ্যারি ডায়ার ম্যাকদারা কসগ্রেভ,, কিয়ান হিলটন, রায়ান হান্টার, ড্যানিয়েল ফোরকিন, ফিন লুটন, অলিভার রিলি, স্কট ম্যাকবেথ, কারসন ম্যাককালো, জন ম্যাকন্যালি, জর্ডান নিল, ম্যাথু উইলসন, গ্যাভিন রউলস্টন এবং রিতুব উইলসন।

আরও পড়ুন: নড়বড়ে ব্যাটিংয়ে তৃতীয় দিনেই হারলো ওয়েস্ট ইন্ডিজ

ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট