Connect with us
ক্রিকেট

২০২০ এর পুনরাবৃত্তি ঘটাতে চায় বাংলাদেশ

Bangladesh wants to repeat 2020
২০২০ যুব বিশ্বকাপে প্রোটিয়াদের মাটিতেই প্রথম শিরোপা জয় করে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

যুব বিশ্বকাপ আর ভারত যেন একে অপরের সম্পূরক। দুটো ঠিক যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। যুব বিশ্বকাপের সফলতম দল ভারত সবচেয়ে বেশি ম্যাচ জয়ের পাশাপাশি সর্বোচ্চ পাঁচ বার শিরোপাও ঘরে তুলেছে। আসরে তাদের রেকর্ডের পাল্লা যে কোন দলের চেয়ে ভারী। সে জন্য প্রতি আসরেই ভারতের যুব দল নিয়ে বাকি দেশগুলোর আলাদা পরিকল্পনা থাকে। এবারও তার ব্যাতিক্রম কিছু ঘটতে যাচ্ছে না। বর্তমান চ্যাম্পিয়ন ভারত কি এবারও তাদের শিরোপা ধরে রাখতে পারবে? আজ থেকে শুরু হতে যাওয়া যুব বিশ্বকাপে এমন প্রশ্নই চারদিকে ঘুরোক খাচ্ছে।

তবে বাংলাদেশও বড় কিছুর আশা নিয়েই যুব বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে। বিশ্বকাপ শুরু আগে খেলা দু’টি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে লংকানদের কাছে হারলে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্নবিশ্বাস বাড়িয়ে নিয়েছে জুনিয়র টাইগাররা। তাছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে অতীত সুখস্মৃতিও যুবাদের স্বপ্ন বিলাসের অন্যতম কারণ। এর আগে ২০২০ যুব বিশ্বকাপে প্রোটিয়াদের মাটিতেই প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়েছিল আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ। এর মাধ্যমেই বাংলাদেশ ক্রিকেটকে নতুনভাবে চিনতে পেরেছিল ক্রিকেট বিশ্ব।

বড়রা যা করতে পারেনি ছোটরা তা করে দেখিয়েছিল সেবার। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে হওয়া বিশ্বকাপের ১৩ তম আসরে বাগা বাঘা দলগুলোকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল আকবর আলী। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মত দলগুলোর স্বপ্ন চুরমার করে দিয়েছিল বাংলাদেশ। এর ফলে বাংলাদেশও বিশ্বকাপ নামক সোনার হরিণের স্বাদ পেয়েছিল।

তানজিদ-জয়দের পথ ধরে এবার এশিয়া কাপজয়ী মাহফুজুর রহমান রাব্বিরাও বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর। আগামীকাল থেকেই বিশ্বকাপ যাত্রা শুরু করবে যুবারা। প্রথম ম্যাচেই তাদের পরীক্ষা শক্তিশালী ভারতের বিপক্ষে। গত এশিয়া কাপে এই ভারতকে টপকেই ফাইনালে উঠেছিল বাংলাদেশ। যেটা আগামীকাল ম্যাচের আগে নিশ্চয়ই অনুপ্রেরণা হিসেবে কাজ করবে জুনিয়র টাইগারদের জন্য।

প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে জিসান-রিজওয়ানের রানে ফেরা এবং বল হাতে রোহনত-মাহফুজদের আলো ছড়ানো বড় আশা দেখাচ্ছে বাংলাদেশকে। এখন শুধু মূল মঞ্চে জ্বলে ওঠার পালা। এ গ্রুপে ভারত ও বাংলাদেশ ছাড়াও আছে যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ড।

আরও পড়ুন: উদ্বোধনী ম্যাচে কুমিল্লাকে ৫ উইকেটে হারাল দুর্দান্ত ঢাকা 

ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট