প্রায় দেড় মাসব্যাপী বিপিএলের পর্দা উঠেছে আজ (শুক্রবার)। উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়েছে দুর্দান্ত ঢাকা। সন্ধায় দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচে সিলেটকে ৭ উইকেটে হারিয়ে বিপিএলে যাত্রা শুরু করেছে চট্টগ্রাম।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে মাশরাফির নেতৃত্বাধীন সিলেট স্টাইকার্স। ম্যাচের শুরু থেকেই কিছুটা বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন ওপেনার মোহাম্মদ মিথুন। তবে অপর প্রান্তে দেখেশুনে খেলেন নাজমুল হোসেন শান্ত। দু’জনের উদ্বোধনী জুটি ভাঙে ৬৭ রানের মাথায়। ব্যক্তিগত ৩৬ রানের মাথায় নিহাদুজ্জামানের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন শান্ত।
শান্ত ফিরে যাওয়ার কিছুক্ষণ পরই ব্যক্তিগত ৪০ রানে ফিরে যান অপর ওপেনার মিথুন। এরপর ম্যাচের হাল ধরেন জাকির হাসান ও হ্যারি ট্যাক্টর। দু’জনের ৫১ বলে ৮২ রানের জুটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৭৭ রান সংগ্রহ করে সিলেট। জাকির হাসান ৪৩ বলে বলে ৭০ রান এবং ট্যাক্টর ২৬ রান করে অপরাজিত ছিলেন। চট্টগ্রামের হয়ে ১ টি করে উইকেট নেন নিহাদুজ্জামান ও কার্টিস ক্যামপার।
১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে চট্টগ্রাম। দলীয় ১৪ রানের মাথায় ফিরে যান ওপেনার তানজিদ হাসান। তবে বিপত্তি সামাল দেন আরেক ওপেনার আবিষকা ফার্নান্দো। ২৩ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে আবিষকা ফিরে গেলে আবারো বাধে বিপত্তি। তার কিছুক্ষণ পরই প্যাভিলিয়নের পথ ধরেন ইমরাম উজ্জামান।
৫৯ রানে ৩ উইকেট হারিয়ে চট্টগ্রাম যখন খাদের কিনারায় তখন সেখান থেকে ধীরে ধীরে উপরে তোলেন শাহাদাত হোসেন দীপু ও নাজিবুল্লাহ জাদরান। এই দুই ব্যাটারের ঝড়ো জুটিতে ভর করে ১৮.৩ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় চট্টগ্রাম।
চতুর্থ উইকেটে ৭২ বলে ১২১ রানে জুটি গড়েন জাদরান ও দীপু। জাদরান ৩০ বলে ৬১ এবং দীপু ৩৯ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। সিলেটের হয়ে একটি করে উইকেট নেন রিচার্ড এনগারভা, নাজমুল ইসলাম ও মাশরাফি মুর্তজা।
আগামীকাল দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল এবং আরেকটি ম্যাচে চট্টগ্রামের মুখোমুখি হবে খুলনা।
আরও পড়ুন: উদ্বোধনী ম্যাচে কুমিল্লাকে ৫ উইকেটে হারাল দুর্দান্ত ঢাকা
ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি২৪/এমটি