Connect with us
ক্রিকেট

দ্বিতীয় বিয়ের পরেই নতুন রেকর্ড গড়লেন শোয়েব মালিক

Shoaib Malik with new wife Sana Javed
নতুন স্ত্রী সানা জাবেদের সাথে শোয়েব মালিক। ছবি- সংগৃহীত

আর কিছুদিন পর ৪২ বছর পূর্ণ হবে শোয়েব মালিকের। তবে বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখনও প্রতিনিয়ত ছুটে চলেছেন ক্রিকেট মাঠে। গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে গড়েছেন নতুন আরেকটি রেকর্ড। প্রথম এশিয়ান ক্রিকেটার হিসেবে সকল প্রকার টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ১৩ হাজার রান করার নজির গড়েছেন তিনি।

গতকাল বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ১৭ রানের ইনিংস খেলার পথে এই কীর্তি গড়েন শোয়েব। তবে ম্যাচের আগেই ভিন্ন কারণে আলোচিত হয়েছিলেন এই পাক ক্রিকেটার। দ্বিতীয়বারের মতো বিয়ের বাধনে আবদ্ধ হয়েছেন শোয়েব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে আলোচনার মাঝে গড়েছেন এই নতুন কীর্তি।

তবে সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ১৩ হাজার রান করার রেকর্ড এটি প্রথম নয়। এর আগে ক্যারিবিয়ান বাটার ক্রিস গেইল করেছেন এই কীর্তি। কিন্তু এশিয়ান ক্রিকেটারদের মধ্যে এটিই প্রথম। আর বিশ্ব ক্রিকেটে দ্বিতীয়। তবে কেবল আন্তর্জাতিক ক্রিকেটের হিসেব করলে তিনি আছেন ১৩ তম অবস্থানে।

সকল প্রকার টি-টোয়েন্টি ক্রিকেটে ৫২৬ ম্যাচের ৪৮৭ ইনিংস খেলে ১৩০১০ রান করেছেন তিনি। ৩৬ গড়ে প্রায় ১২৭ স্ট্রাইক রেটে ৮২টি অর্ধ-শতকসহ এই রেকর্ড গড়েন মালিক। তবে আন্তর্জাতিক ক্রিকেটের হিসেব করলে ৩১ গড়ে ১১১ ইনিংসে ২৪৩৫ রান করেছেন তিনি।

টি-টোয়েন্টিতে সেরা পাঁচ রান সংগ্রাহক:

ক্রিস গেইল – ১৪৫৬২ (ওয়েস্ট ইন্ডিজ)
শোয়েব মালিক – ১৩০১০ (পাকিস্তান)
কাইরন পোলার্ড – ১২৪৫৪ (ওয়েস্ট ইন্ডিজ)
বিরাট কোহলি – ১১৯৯৪ (ভারত)
অ্যালেক্স হেলেক্স – ১১৮০৭ (ইংল্যান্ড)

আরও পড়ুন: সানিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নতুন জীবন শুরু করলেন শোয়েব

ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট