যদি প্রশ্ন করা হয়—চলতি মৌসুমে ইউরোপের সেরা পাঁচ লিগে এখনও অপরাজিত থাকা ক্লাবটির নাম কি? অনেককেই হয়তো ক্লাবের নাম খুঁজতে গিয়ে অবাকই হতে হবে! নাম জানার পর হয়তো অবিস্মরণীয়ও মনে হতে পারে। কেননা চলতি মৌসুমে এমন রেকর্ডধারী যে রিয়াল, বায়ার্ন, বার্সা বা কোন ইংলিশ জায়ান্ট ক্লাব নয়। দলটি জার্মান লিগ বুন্দেসলিগার মাঝারি সারির দল বায়ার লেভারকুসেন।
হ্যা, বলতে গেলে কিছুটা এক ঘোড়ার লিগে বায়ার্নকে ডিঙিয়ে এমন কীর্তি গড়েছে জাবি আলোনসোর দল। চলতি মৌসুমে সত্যিই দুর্দান্ত খেলে চলেছে জার্মান ক্লাবটি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৭ ম্যাচ খেলে হারেনি একটিতেও। ২৩ জয়ের বিপরীতে বাকি চারটি ম্যাচ ড্র করেছে।
সবশেষ গতকাল রাতে বুন্দেসলিগায় আরবি লাইপজিগের মাঠে অসাধারণ ৩-২ গোল ব্যবধানে জয় তুলে নিয়েছে লেভারকুসেন। ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও প্রতিপক্ষের মাঠে যেন রূপকথা লিখেছে তারা। ম্যাচের ৭ম মিনিটেই লা মাসিয়ার সাবেক ফুটবলার জাভি সিমোনসের গোলে লিড পায় লাইপজিগ।
প্রথমার্ধে আর কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই সফরকারীদের নাথান টেল্লার গোলে ম্যাচে সমতা ফেরে। কিন্তু খানিক পরেই লোইস ওপেন্দার গোলে আবার এগিয়ে যায় লাইপজিগ। ৬৩ মিনিটে জোনাথন টাহর গোলে আবারও সমতায় ফেরে জাবি আলোনসোর ছোঁয়ায় বদলে যাওয়া লেভারকুসেন। পরে অতিরিক্ত সময়ের খেলায় পিয়েরো হিনক্যাপির গোলে ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় নিয়ে বাড়ি ফেরে বায়ার লেভারকুসেন।
আর এই জয়ের মাধ্যমে লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সঙ্গেও পয়েন্ট ব্যবধানটা সাতে নিয়ে আসলো জাবির দল। যদিও লেভারকুসেনের চেয়ে ২ ম্যাচ কম খেলেছে টমাস টুখেলের বায়ার্ন৷ ১৮ ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট, ১৬ ম্যাচে বায়ার্নের সংগ্রহে আছে ৪১ পয়েন্ট। আর গতকাল ঘরের মাঠে তিন পয়েন্ট খোয়ানো লেভারকুসেন ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করছে। দলটি চলতি মৌসুমে এ পর্যন্ত ৮৫ টি গোল করেছে।
আরও পড়ুন : ‘ফিফা দ্য বেস্ট’-এর আদ্যোপান্ত, যেভাবে নির্ধারিত হয় অ্যাওয়ার্ড
ক্রিফোস্পোর্টস/২১জানুয়ারি২৪/এমএস/এসএ