Connect with us
ফুটবল

কে হতে যাচ্ছেন জাভি পরবর্তী বার্সা কোচ?

xavi hernández
জাভি হার্নান্দেজ। ছবি - গুগল

২০২১ সালের নভেম্বরে মৌসুমের মাঝপথেই তৎকালীন কোচ রোনাল্ড কোম্যানকে সরিয়ে জাভি হার্নান্দেজকে বার্সেলোনার ডাগআউটের দায়িত্ব দেওয়া হয়েছিল। ক্লাব কিংবদন্তি অন্য ভূমিকায় অবতীর্ণ হয়ে শুরুটাও বেশ আশা জাগানিয়াই করেছিল। দায়িত্ব নেওয়ার পরের মৌসুমেই বার্সেলোনাকে লা লিগা জিতিয়েছিল জাভি।

কিন্তু ২০২৩-২৪ মৌসুমে এসে যেন মুদ্রার উল্টো পিঠ দেখা শুরু করেছেন এই কিংবদন্তি। চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা বাদে বাকি সব শিরোপা জয়ের আশা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। আর লিগে যে যাচ্ছে তাই অবস্থা, তাতে লিগ জয়ের স্বপ্ন দেখা ক্লাবের সমর্থকদের সংখ্যাও যে অতি নগণ্য হবে তা বলাই বাহুল্য। আর এ সকল ব্যর্থতার কারণেই চলতি মৌসুম শেষে বার্সার কোচ হিসেবে দায়িত্ব থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাভি। ৩০ জুনের পর থেকে আর বার্সেলোনার ডাগআউটে দেখা যাবে না তাকে।

জাভি পরবর্তী বার্সার কোচ কে হবে তা নিয়ে এখনই গুঞ্জন শুরু হয়ে গেছে। তালিকায় থাকা নামগুলো হলো বার্সেলোনার সাবেক ফুটবল থিয়াগো মোত্তা, রাফা মার্কেজ, মার্সেলো গ্যালার্ডো ও জিরোনার কোচ মিগুয়েল মাইকেল।

প্রশ্নের উত্তরের আশায় সাংবাদিকরা ক্লাবের সাবেক দুই তারকা মার্কেজ ও মোত্তার কাছে হাজির হয়েছিল। এখনই এ বিষয়ে কোন কথা বলবেন না বলে ক্লাবকে জাভির বিদায় জানানোর বিষয়টিকে দুঃখজনক বলেছেন মোত্তা। আর মার্কেজ জাভির ছেড়ে দেওয়া দায়িত্ব নিতে তিনি প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন।

মেক্সিকোর হয়ে খেলা বার্সেলোনার সাবেক এই ডিফেন্ডার বর্তমানে ক্লাবটির ‘বি’ দলের দায়িত্বে আছেন। জাভি বিদায় ঘোষণার পর স্প্যানিশ সংবাদমাধ্যমকে এই মেক্সিকান বলেন, ‘ভিয়ারিয়ালের কাছে এমন হার সত্যি দুঃখজনক। আমার মনে হয়, বার্সার কোচের ব্যাপারে ভাবার জন্য ক্লাবের কাছে এখন থেকে মৌসুমের শেষ অবধি সময় আছে। তবে কোচ হিসেবে তারা কাকে নিয়োগ করবে এটা একান্তই ক্লাবের সিদ্ধান্ত।’

‘আমি বার্সার কোচ হতে প্রস্তুত। বার্সার কোচ হতে কে চাইবে না? সুযোগটা যদি পেয়েই যাই তাহলে আমার সেরাটা দিয়ে এখানে কাজ করার চেষ্টা করবো’ – যোগ করেন মার্কোজ।

ক্লাবের আরেক কিংবদন্তি থিয়াগো মোত্তা বর্তমানে ইতালিয়ান ক্লাব বলোনিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। বার্সা থেকে ডাক পেলে মোত্তাও উত্তর ইতালি থেকে স্পেনে পাড়ি জমাতে পাড়েন। বার্সা প্রস্তাব দিলে তাতে তিনি সাড়া দেবেন কি না এমন প্রশ্নের জবাবে এই ইতালিয়ান বলেন, ‘খবর ছাপানোর সময় হলে আমি নিজে থেকেই আপনাদের জানাবো। কিন্তু আজকে নয়।’

আরও পড়ুন: ৮ গোলের ম্যাচে বার্সাকে কাঁদিয়ে চমকে দিলো ভিয়ারিয়াল

ক্রিফোস্পোর্টস/২৮ জানুয়ারি ২৪/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল