ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হার দিয়ে শুরু হয়েছিল যুবা টাইগারদের এবারের বিশ্বকাপ মিশন। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচের হতাশা আবারও তুলে আনল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
সেই ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি দেওয়া হয়েছে বাহাতি পেসার মারুফ মৃধাকে। আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন মারুফ। যার কারণে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় তাকে। যা গেল ২৪ মাসের মধ্যে তার প্রথম ডিমেরিট পয়েন্ট। পাশাপাশি তাকে তিরস্কার করেছে আইসিসি।
ঘটনাটি ঘটেছে বিশ্বকাপে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের ৪৪তম ওভারে। সেই ওভারে তিনি প্রতিপক্ষ ভারতের ব্যাটারকে আউট করার পর দু’বার অতি আক্রমণাত্মক মনোভাব দিয়ে ড্রেসিংরুমে যাওয়ার ইঙ্গিত করেন। তার এই কাজটি স্পষ্টভাবে আইসিসির প্লেয়িং কন্ডিশনের নীতির পরিপন্থী।
আইসিসির আচরণবিধির ২.৫ ধারায় পরিষ্কার ভাবে বলা হয়েছে, কোন ক্রিকেটার প্রতিপক্ষ ক্রিকেটার বা ম্যাচ অফিসিয়ালের প্রতি বাজে বা আক্রমণাত্মক ভাষা, বাজে ইঙ্গিত বা শারীরিক প্রতিক্রিয়া প্রদর্শন করা যাবে না। এই নিয়ম ভঙ্গ করায় ম্যাচ অফিসিয়ালরা মারুফের বিরুদ্ধে অভিযোগ আনেন।
এই অভিযোগের প্রেক্ষিতে আইসিসি কর্তৃক ডিমেরিট পয়েন্ট পেয়েছে মারুফ। যা গতকাল রাতে আইসিসি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করে। তবে বাংলাদেশি এই পেসার আইসিসির ম্যাচ রেফারির দেওয়া সাজা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ভারতের বিপক্ষে সেই ম্যাচে মারুফ একাই তুলে নেন প্রতিপক্ষের পাঁচ উইকেট। নিজের করা ৮ ওভারে ৪৩ রান খরচায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইফার পেয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত ২৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের কাছে ৮৪ রানের পরাজিত হয় বাংলাদেশ।
আরও পড়ুন: নিজের জাত চিনিয়ে নতুন রেকর্ড গড়লেন অভিজ্ঞ মুশফিক
ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৪/এফএএস